নেহরু কাপ জয়ের হ্যাটট্রিক ভারতের

ভারতীয় ফুটবলে ডাচ যুগ দর্শনের শুরুটা হল নেহরু কাপ জিতে। রবিবার দিল্লিতে ক্যামেরুনকে ৭-৬ গোলে হারিয়ে নেহরু কাপ জয়ের হ্যাটট্রিক করল ভারত। ভারতীয় দলের কোচ হিসাবে ডাচ কোম উইম কোভারম্যান্সের এটাই ছিল প্রথম প্রতিযোগিতা। আর তাতেই বাজিমাত করল ভারত।

Updated By: Sep 2, 2012, 10:16 PM IST

ভারতীয় ফুটবলে ডাচ যুগ দর্শনের শুরুটা হল নেহরু কাপ জিতে। রবিবার দিল্লিতে ক্যামেরুনকে ৭-৬ গোলে হারিয়ে নেহরু কাপ জয়ের হ্যাটট্রিক করল ভারত। ভারতীয় দলের কোচ হিসাবে ডাচ কোম উইম কোভারম্যান্সের এটাই ছিল প্রথম প্রতিযোগিতা। আর তাতেই বাজিমাত করল ভারত। এর আগের দু`বার ভারত এই নেহরু কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সিরিয়াকে হারিয়ে। আর এবার কাজ এল বিশ্ব ফুটবলের সমীহ জাগানো দেশ ক্যামেরুনকে হারিয়ে।
নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। ১৯ মিনিটে ভারতকে গোল করে এগিয়ে দেন গৌরমাঙ্গি সিং। এরপর ২৫ মিনিটে গোল শোধ করে ফেলে ক্যামেরুন। বিরতির পর ভারত ১-২ গোলে পিছিয়ে যায় ভারত। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান সুনীল ছেত্রী।
এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করেন সোদপুরের মিষ্টু মানে গোলকিপার সুব্রত পাল ।

.