ডেভিস কাপে ক্লিন সুইপ লিয়েন্ডার-সোমদেবদের
এশিয়া-ওশিয়ানিয়া রেলিগেশন প্লে অফে ইন্দোনেশিয়াকে ক্লিন সুইপ করল ভারত। পাঁচটি ম্যাচেই জিতলেন ভারতীয় খেলোয়াড়রা। শনিবার ডাবলসে লিয়েন্ডাররা জিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই টাই জিতে গিয়েছিল ভারত। রবিবার নিয়মরক্ষার দুটি রিভার্স সিঙ্গলসেও জিতলেন সোমদেব দেববর্মনরা। প্রথম রিভার্স সিঙ্গসলে সহজেই জিতে নেন সোমদেব। ৬-৩, ৬-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন তিনি। দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পান ইউকি ভামরি। মাত্র ৪৫ মিনিটে ম্যাচ জিতে নেন ভারতের এই তরুণ খেলোয়াড়। ইউকি ভামরির পক্ষে খেলার ফল ৬-০, ৬-১।
এশিয়া-ওশিয়ানিয়া রেলিগেশন প্লে অফে ইন্দোনেশিয়াকে ক্লিন সুইপ করল ভারত। পাঁচটি ম্যাচেই জিতলেন ভারতীয় খেলোয়াড়রা। শনিবার ডাবলসে লিয়েন্ডাররা জিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই টাই জিতে গিয়েছিল ভারত। রবিবার নিয়মরক্ষার দুটি রিভার্স সিঙ্গলসেও জিতলেন সোমদেব দেববর্মনরা। প্রথম রিভার্স সিঙ্গসলে সহজেই জিতে নেন সোমদেব। ৬-৩, ৬-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন তিনি। দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পান ইউকি ভামরি। মাত্র ৪৫ মিনিটে ম্যাচ জিতে নেন ভারতের এই তরুণ খেলোয়াড়। ইউকি ভামরির পক্ষে খেলার ফল ৬-০, ৬-১।
কঠিন লড়াই ভারতীয় টেনিসের তরুণ ব্রিগেডকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে। টাই জিতে ওঠার পর এমনটাই বললেন লিয়েন্ডার পেজ। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ডেভিস কাপের প্লেঅফে সোমদেব, ইউকি ভামরিদের পারফরম্যান্সে খুশি লিয়েন্ডার। তিনি জানান সোমদেবদের তৈরি থাকতে হবে ২০১৪ সালের ডেভিস কাপের জন্য। ডেভিস কাপ জেতাটাই সোমদেবদের লক্ষ্য হওয়া উচিত।
লি`র মতে ১৯৯৩ সালের ডেভিস কাপের ভারতীয় দলের সঙ্গে বর্তমান দলটির অনেক মিল আছে। সেবার ভারত সেমিফাইনালে পৌঁছেছিল। দলগত সংহতি ধরে রাখতে পারলে সোমদেব, ইউকিরাও ডেভিস কাপে ভাল ফল করবেন বলে মনে করেন লিয়েন্ডার। সকলের মাথায় রাখা উচিত দেশ আগে ব্যক্তি পরে। তাই দেশের জন্য ভাল পারফর্ম করাটাও একজন খেলোয়াডের কর্তব্য।