সিরিজ জয় ভারতের
চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে চৌত্রিশ রানে হারিয়ে সিরিজ চার-এক ব্যবধানে জিতে নিল ভারত। এদিন টসে জিতে প্রথম ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সামনে দুশো আটষট্টি রানের লক্ষ্য রাখে ভারতীয় দল। শতরান করেন মনোজ তেওয়ারি।
চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে চৌত্রিশ রানে হারিয়ে সিরিজ চার-এক ব্যবধানে জিতে নিল ভারত। এদিন টসে জিতে প্রথম ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সামনে দুশো আটষট্টি রানের লক্ষ্য রাখে ভারতীয় দল। শতরান করেন মনোজ তেওয়ারি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করেন মনোজ। হাতে আঘাত পাওয়ায় একশো চার রান করে অবসৃত হন তিনি।বিরাট কোহলি করেন আশি রান।দুজনে জুটিতে তোলেন একশো সতেরো রান। এরপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে শুরুতেই পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। কিন্তু কাইরন পোলার্ড ও রাসেল দলকে প্রাথমিক বিপর্যয় থেকে রক্ষা করে এগিয়ে নিয়ে যান। রাসেল তিপ্পান্ন রানে আউট হলেও শতরান করেন পোলার্ড। কিন্তু পোলার্ডের শতরান ওয়েস্ট ইন্ডিজের হার বাঁচাতে পারেনি।