মঙ্গলবার শুরু তৃতীয় টেস্ট, কী পরিবর্তন হচ্ছে ভারতীয় দলে দেখুন

মঙ্গলবার সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারত। জামাইকায় দ্বিতীয় টেস্টে জয়ের কাছাকাছি পৌছেও রোস্টন চেসের ব্যাটের সামনে হোঁচট খেতে হয়েছিল ভারতকে। ম্যাচ ড্র রেখে মাঠ ছাড়তে হয়েছিল বিরাট কোহলিদের। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে লড়াইয়ে নামতে চলেছেন কুম্বলের ছেলেরা। হালকা ঘাস থাকলেও পিচ ব্যাটিং সহায়ক হবে বলেই মনে করছে ভারতের টিম ম্যানেজমেন্ট। তাই পাঁচ বোলারের তত্ত্বকে এই টেস্টেও বজায় রাখছে ভারত। তবে একজন পেসার কমানো হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কুম্বলে-কোহলি জুটি। ভারতীয় টিম সূত্রে জানা গেছে উমেশ যাদবকে বসিয়ে তিন স্পিনারে খেলার কথা ভাবছে ভারতীয় দল। যদিও অধিনায়ক বিরাট কোহলি তিন পেসারকেই চাইছেন।

Updated By: Aug 8, 2016, 06:55 PM IST
মঙ্গলবার শুরু তৃতীয় টেস্ট, কী পরিবর্তন হচ্ছে ভারতীয় দলে দেখুন

ওয়েব ডেস্ক: মঙ্গলবার সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারত। জামাইকায় দ্বিতীয় টেস্টে জয়ের কাছাকাছি পৌছেও রোস্টন চেসের ব্যাটের সামনে হোঁচট খেতে হয়েছিল ভারতকে। ম্যাচ ড্র রেখে মাঠ ছাড়তে হয়েছিল বিরাট কোহলিদের। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে লড়াইয়ে নামতে চলেছেন কুম্বলের ছেলেরা। হালকা ঘাস থাকলেও পিচ ব্যাটিং সহায়ক হবে বলেই মনে করছে ভারতের টিম ম্যানেজমেন্ট। তাই পাঁচ বোলারের তত্ত্বকে এই টেস্টেও বজায় রাখছে ভারত। তবে একজন পেসার কমানো হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কুম্বলে-কোহলি জুটি। ভারতীয় টিম সূত্রে জানা গেছে উমেশ যাদবকে বসিয়ে তিন স্পিনারে খেলার কথা ভাবছে ভারতীয় দল। যদিও অধিনায়ক বিরাট কোহলি তিন পেসারকেই চাইছেন।

আরও পড়ুন পশ্চিমবঙ্গের নাম তো পাল্টাচ্ছে, কিন্তু ইডেন গার্ডেনের নামও কী পাল্টালো?

ভারত অধিনায়ক অমিত মিশ্রর পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে খেলানোর পক্ষে। এদিকে শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়া পরপর দুই টেস্টে হারায় ভারতের সামনে আইসিসি RANKING-এ এক নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে। কলম্বোতে শেষ টেস্টে অসিরা হারলে এবং ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  তিন-শূণ্যে টেস্ট সিরিজ জিতলে আইসিসি RANKING-এ  শীর্ষে উঠে আসতে পারে ভারত। আর সেদিকে লক্ষ্য রেখে বাকী দুই টেস্টে অলআউট ঝাঁপাতে চায় ভারতীয় দল।

আরও পড়ুন  রোস্টন চেস যা করেছেন, গত ৫০ বছরে কোনও ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার তা করতে পারেননি!

.