IND vs SL, Axar Patel: বেঙ্গালুরু টেস্টে ১৩৩ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করতে পারেন অক্ষর!

অক্ষর প্যাটেলের (Axar Patel) সামনে অনন্য মাইলস্টোন স্পর্শ করার হাতছানি। বেঙ্গালুরু টেস্টে অক্ষর লিখতে পারেন ইতিহাস।

Updated By: Mar 11, 2022, 09:01 PM IST
IND vs SL, Axar Patel: বেঙ্গালুরু টেস্টে ১৩৩ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করতে পারেন অক্ষর!
ইতিহাসের সামনে অক্ষর প্যাটেল

নিজস্ব প্রতিবেদন: সম্পূর্ণ ফিট হয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। পায়ের চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হয়নি এই অলরাউন্ডারের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজেও খেলেননি তিনি। আগামিকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) ভারত-শ্রীলঙ্কা চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট (IND vs SL Pink Ball Test)। খেলা হবে গোলাপি বলে, দিন-রাতের টেস্টে মুখোমুখি দুই প্রতিবেশী রাষ্ট্র। সব ঠিক থাকলে প্রথম একাদশে থাকতে পারেন অক্ষর।

অক্ষরের সামনে এখন ১৩৩ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করার হাতছানি। অক্ষর এখনও পর্যন্ত ৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৩৬ উইকেট। গতবছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইতে শেষ টেস্ট খেলেছেন তিনি। সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড আছে অস্ট্রেলিয়ার চার্লস টার্নারের (Charles Turner)। ১৮৮০ সালে মাত্র ৬টি টেস্টে এই নজির গড়েছিলেন টার্নার। এরপর রয়েছেন দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিলান্ডার (Vernon Philander)। যিনি ৭টি টেস্ট খেলে ৫০টি উইকেট নেন। বেঙ্গালুরুতে অক্ষরের প্রয়োজন ১৪টি উইকেট। তাহলেই তিনি  টার্নারকে স্পর্শ করে ফেলবেন।

ম্যাচের আগের দিন দলের ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন। সেখানে ভারতের বিশ্ববন্দিত জোরে বোলার অক্ষরের ভূয়সী প্রশংসা করেন। বুমরা বলেন, "অক্ষর যখনই খেলেছে তখনই দলের মূল্য বাড়িয়েছে। প্রচুর অবদান রেখেছে সব বিভাগে। ও অসুস্থ ছিল। সুস্থ হয়েই সোজা দলে ফিরে এসেছে। আমরা দলের কম্বিনেশন নিয়ে আলোচনা করব। তবে ও অবশ্যই গুরুত্বপূর্ণ।" ঠিক দু'সপ্তাহ আগে যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করেছিল ভারত, তখন জানিয়ে দেওয়া হয় যে, অক্ষর রিহ্যাবে রয়েছেন। মোহালি টেস্টে তিনি খেলবেন না। দ্বিতীয় টেস্টের আগে অক্ষরের নির্বাচন নিয়ে ভেবে দেখবেন নির্বাচকরা। এই মুহূর্তে ভারতীয় দলে স্পিন বিভাগে রয়েছেন আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও জয়ন্ত যাদব। অক্ষর আসায় আর কুলদীপ যাদবকে ছেড়ে দিয়েছে বিসিসিআই। 

আরও পড়ুন: IND vs SL, Axar Patel: দলে অক্ষর প্যাটেলের ভূমিকা নিয়ে বড় কথা বলে দিলেন বুমরা

আরও পড়ুনINDvsSL, Pink Ball Test : না খেলেও কেন বাদ Kuldeep Yadav? জবাব দিলেন Jasprit Bumrah

.