মোক্ষম ম্যাচে ভারতকে ভোগাচ্ছে অভিশপ্ত 'নো বল'

মোক্ষম ম্যাচেই নো বলের অভিশাপ তাড়া করছে টিম ইন্ডিয়াকে।   

Updated By: Feb 11, 2018, 07:29 PM IST
 মোক্ষম ম্যাচে ভারতকে ভোগাচ্ছে অভিশপ্ত 'নো বল'

নিজস্ব প্রতিবেদন: অভিশপ্ত 'নো বল' তাড়া করে বেরাচ্ছে টিম ইন্ডিয়াকে। পরপর দুটি বড় আইসিসি টুর্নামেন্টের পর দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ম্যাচেও নো বলই ডোবাল বিরাটবাহিনীকে। ডেভিড মিলারের উইকেট পেয়েও নো বলের খেসারত দিতে হল যুজবেন্দ্র চহলকে।  

২০১৬ সালে টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দু-দুটো নো বল ম্যাচ তুলে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে। প্রথমবার অশ্বিনের বলে আউট হওয়ার পরও জীবনদান পান সিমন্স। পরে হার্দিক পান্ডিয়ার নো বল। ম্যাচে জেতানো ইনিংস খেলেন সিমন্স। 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের ব্যাটসম্যান ফকর জামানের ক্যাচ তালুবন্দি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে বুমরা নো বল করায় জীবনদান পান পাকিস্তানি ব্যাটসম্যান। তখন ৩ রানে ব্যাট করছিলেন ফকর। সেখান থেকে ১১৪ রান করেন পাক ব্যাটসম্যান। ট্রফি হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার। 

আরও পড়ুন- বিরাটের ছক্কা দেখে তাজ্জব ক্রিকেট দুনিয়া

শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে চতুর্থ ম্যাচ জিতলেই প্রথমবার সে দেশে সিরিজ জয় করত মেন ইন ব্লু। ৭ রানের মাথায় বোল্ড হয়েছিলেন মিলার। তবে সেই বলটি বৈধ বল না হওয়ায় ক্রিজে থেকে যান দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। সেখান থেকে ম্যাচ জেতানো ইনিংস খেলেন মিলার। দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের স্বপ্নও শেষ হয়। অথচ সেই সময় মিলার প্যাভিলিয়নে ফিরলে জয় নিশ্চিত ছিল।   
   

.