India vs Hong Kong: কীভাবে এশিয়া কাপে হংকং? একাধিক ক্রিকেটারের জন্ম পাকিস্তানে! ম্যাচে নজরে যাঁরা
কীভাবে এশিয়া কাপে এল হংকং? চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দলের সঙ্গে রয়েছে হংকং। এশিয়া কাপের কোয়ালিফায়ারে হংকং সেরা দল হিসাবে নিজেদের প্রমাণ করেছে। কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি ও সিঙ্গাপুরের বিরুদ্ধে তিন ম্যাচেই জিতেছে নিজাকতরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর কয়েক ঘণ্টা। তারপরেই ভারত এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের (India vs Hong Kong, Asia Cup 2022)। প্রথম ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ফুরফুরে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-২০ দল ভারত। প্রতিপক্ষের হংকং আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে ২০ নম্বরে। দেখতে গেলে ডেভিড বনাম গোয়ালিয়থের লড়াই হতে চলেছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোহিত শর্মাদের (Rohit Sharma) বিরুদ্ধে নামছে নিজাকত খানরা (Nizakat Khan)। এখন প্রশ্ন কীভাবে এশিয়া কাপে এল হংকং? চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দলের সঙ্গে রয়েছে হংকং। এশিয়া কাপের কোয়ালিফায়ারে হংকং সেরা দল হিসাবে নিজেদের প্রমাণ করেছে। কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি ও সিঙ্গাপুরের বিরুদ্ধে তিন ম্যাচেই জিতেছে নিজাকতরা। কোয়ালিফায়ারের প্রতিটি ম্যাচ জেতার সুবাদেই টুর্নামেন্টের মূল পর্বে খেলছে তারা। ভারতের বিরুদ্ধেই শুরু করছে এশিয়া কাপের অভিযান।
আরও পড়ুন: Virat Kohli: এটাই কোহলির ক্যারিশ্মা! বিপক্ষের অধিনায়কই তাঁর অনুরাগী! জানালেন ম্যাচের আগে
হংকংয়ের যে ৫ ক্রিকেটারের ওপর থাকবে নজর
১) নিজাকত খান: হংকং দলের অধিনায়ক জন্মেছেন পাকিস্তানে। ৩০ বছরের এই ক্রিকেটার দলের ভরসামান অলরাউন্ডার। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৫১টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। করেছেন ৯৭৮ রান। গড় ওই কুড়ির কাছাকাছি। এশিয়া কাপের কোয়ালিফায়ারে সম্প্রতি ৩৯ রানের ইনিংস খেলেছেন সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। চার বছর আগের এশিয়া কাপে এই ভারতের বিরুদ্ধেই ১১৫ বলে ৯২ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। ভারতের বিরুদ্ধে ভাল খেলার অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার তিনি
২) বাবর হায়াত: ৩০ বছরের বাবর হংকং দলের অন্যতম অভিজ্ঞ সদস্য। দেশের হয়ে ৩২টি টি-২০ ম্যাচ খেলেছেন। গড় ২৯.১৫। নিজাকতের মতো বাবরও জন্মেছেন পাকিস্তানে। এশিয়া কাপের কোয়ালিফায়ারে সম্প্রতি ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। বাবরের ঝুলিতে রয়েছে অনন্য রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন তিনি। রয়েছে আন্তর্জাতিক টি-২০ শতরানও। চার বছর আগের এশিয়া কাপে এই ভারতের বিরুদ্ধে বাবর করেছিলেন ১৮ রান।
৩) ইয়াসিম মোর্তাজা: নিজাকত-বাবরের মতোই ইয়াসিম মুর্তাজাও জন্মেছেন পাকিস্তানে। এশিয়া কাপের কোয়ালিফায়ারে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। কুয়েতের বিরুদ্ধে ৪০-এর ওপর রান করার পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ জেতানো হাফ-সেঞ্চুরিও করেন। ভারতের বিরুদ্ধে সম্ভবত নিজাকতের বিরুদ্ধে ওপেন করবেন তিনি।
৪) এহসান খান: ২০১৮ সালের এশিয়া কাপে এহসান খান রাতারাতি খবরে চলে এসেছিলেন। অফব্রেক বোলার ধোনিকে কোনও রান করতে না দিয়েই সাজঘরে পাঠিয়ে ছিলেন। এমনকী আউট করেছিলেন রোহিত শর্মাকেও। এশিয়া কাপের কোয়ালিফায়ারে এশিয়া কাপের কোয়ালিফায়ারে বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন এহসান। চার উইকেট নিয়েছিলেন চার ওভারে। ইকনমি রেট ছিল ৬। পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে সকল বোলারদের ইকনমি রেট বিচার করলে তিনি থাকবেন দশে।
৫) কিঞ্চিৎ শাহ: ২৬ বছরের ক্রিকেটার কিন্তু জন্মেছেন মুম্বইতে। ৪৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ৬০০-র ওপর রান করেছেন তিনি। ডান হাতি অফব্রেক বোলার ২০১৮ সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছিলেন কিঞ্চিৎ। শিখর ধাওয়ান ও দীনেশ কার্তিক তাঁর শিকার হয়েছিলেন। তবে এবার আর তাঁর হাতে বল উঠবে না। উইকেটের পিছনে থাকবেন তিনি। হাতে দস্তানা পরে।