Deepak Hooda, T20 World Cup 2022: বিশ্বকাপের আগেই হুডাকে নিয়ে আশঙ্কার কথা শোনাল বিসিসিআই
দুয়ারে টি-২০ বিশ্বকাপ । আগামী ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে চলবে ১৬ দলের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বসেরা হওয়ার অন্যতম দাবিদার রোহিত শর্মার টিম ইন্ডিয়াও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হায়দরবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad) ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia, 3rd T20I) তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে। উপলে সিরিজের ফয়সলা ম্যাচে ভারত দীপক হু়ডাকে (Deepak Hooda) খেলানোর কথা ভেবেছিল। বিগত জোড়া টি-২০ ম্যাচে রোহতাকের বছর সাতাশের অলরাউন্ডারকে খেলায়নি ভারত। টি-২০ বিশ্বকাপের দলে থাকা হুডা পিঠে চোট পেয়েছে বলেই জানিয়েছে বিসিসিআই। কিন্তু চোট কত'টা গুরুতর সে ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি। হুডার চোট নিঃসন্দেহে চিন্তার কারণ ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের কাছে। হুডা শেষবার দেশের জার্সিতে এশিয়া কাপে (Asia Cup 2022) খেলেছেন। সুপার ফোরের গুরুত্বপূর্ণ তিন ম্যাচেই তিনি ছিলেন। খেলেছেন পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে হুডা দেশের হয়ে আন্তর্জাতিক টি-২০ অভিষেতক করেছিলেন। হুডা এখনও পর্যন্ত ৯টি টি-২০ ম্যাচে ২৯৩ রান করেছেন। তাঁর গড় ৪১। স্ট্রাইক রেট ১৫০- এর ওপর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের শুভারম্ভ আগামী বুধবার। তার আগে হুডা ফিট হয়ে ওঠেন কিনা, এটাই এখন দেখার।
আরও পড়ুন: Glenn Maxwell, IND vs AUS : কোন নিয়মে রান আউট 'ম্যাড ম্যাক্স'? বুঝিয়ে দিলেন সুনীল গাভাসকর
দুয়ারে টি-২০ বিশ্বকাপ । আগামী ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে চলবে ১৬ দলের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বসেরা হওয়ার অন্যতম দাবিদার রোহিত শর্মার টিম ইন্ডিয়াও। গত ১২ সেপ্টেম্বর বিসিসিআই কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের জন্য় দল বেছে নিয়েছে। দলে প্রত্যাবর্তন করেছেন মহম্মদ শামি (স্ট্যান্ড-বাই হিসাবে), বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা! মোটামুটি এশিয়া কাপে খেলা দলটাই ধরে রেখেছে ভারত। এমনটাই কথা ছিল যদিও। অস্ট্রেলিয়ায় উড়ে যাবে ১৯ সদস্যের (স্ট্যান্ড-বাই নিয়ে) দল। টি-২০ বিশ্বকাপে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল ও অর্শদীপ সিং। স্ট্যান্ড-বাইতে রয়েছেন: মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।