শুক্রবার, হায়দরাবাদে টি২০ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত

Updated By: Oct 13, 2017, 09:43 AM IST
শুক্রবার, হায়দরাবাদে টি২০ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত

ওয়েব ডেস্ক: হায়দরাবাদে সিরিজের নির্নায়ক ম্যাচে শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। একদিনের সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও জিততে মরিয়া বিরাট কোহলিরা।উল্টোদিকে একদিনের সিরিজের বদলা নেওয়ার হাতছানি ওয়ার্নারদের সামনে। শুক্রবার হয়দরাবাদে টি-টোয়েন্টি সিরিজের নির্নায়ক ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। রাঁচিতে বিরাট কোহলিরা জিতে এগিয়ে গেলেও গুয়াহাটিতে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ফলে সিরিজ জিততে গেলে হায়দরাবাদে জিততেই হবে ভারতকে। উল্টোদিকে অস্ট্রেলিয়ার সামনে একদিনের সিরিজের বদলা নেওয়ার সুযোগ। ভারতীয় দলও গুয়াহাটিতে অসিদের জয়ে ফেরাকে বেশ সমীহ করছে।  হায়দরাবাদ ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ভাবাচ্ছে দুটি বিষয়।  

আরও পড়ুন যুব বিশ্বকাপে টিকিট নিয়ে হাহাকার তবু, গ্যালারি ভরছে না কেন?

এক, গুয়াহাটিতে অসি পেসার বেহরনডর্ফের বিধ্বংসী বোলিং। আর দুই, ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহালের নির্বিষ বোলিং। কোহলিসহ টিম ম্যানেজমেন্ট তাই হায়দরাবাদে অক্ষর প্যাটেলকে প্রথম একাদশে ফেরানোর কথা ভাবছে। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ কিউরেটর জানিয়েছেন বাইশ গজে বাড়তি সুবিধা পাবেন ব্যাটসম্যানরা। প্রাক্তনদের ধারনা এই পিচে প্রচুর রান হবে। তাই দু'দলের কাছে টস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে।

আরও পড়ুন  নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে যুবভারতী

.