IND vs AUS: নাগপুরে টস জিতে ফিল্ডিং অস্ট্রেলিয়ার

একদিনের ক্রিকেটে দ্বিতীয় দল হিসেবে ৫০০ জয়ের সামনে দাঁড়িয়ে কোহলি অ্যান্ড কোম্পানি।

Updated By: Mar 5, 2019, 01:06 PM IST
IND vs AUS: নাগপুরে টস জিতে ফিল্ডিং অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদন : পাঁচ ম্যাচের একদিনের সিরিজে আজ নাগপুরে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া। হায়দরাবাদে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে কোহলিরা। মঙ্গলবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ।  ভারতীয় দল হায়দরাবাদের প্রথম একাদশই অপরিবর্তিত রেখেছে।  তবে অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন হয়েছে। অ্যাস্টন টার্নারের বদলে দলে এলেন শন মার্শ, অন্যদিকে জেসন বেহেরনডর্ফের বদলে নাথান লিঁও প্রথম একাদশে।

নাগপুরে জামাথায় অজিদের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি একদিনের ম্যাচেই জিতেছে ভারত। পরিসংখ্যান অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ শতাংশ জয়ের রেকর্ড টিম ইন্ডিয়ার। এদিকে আজ নাগপুরে জিতলেই পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। একই সঙ্গে একদিনের ক্রিকেটে ৫০০ জয়ে পৌঁছে যাবে ভারত। বিশ্ব ক্রিকেটে শুধুমাত্র ক্যাঙ্গারুদেরই এই নজির রয়েছে। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। মোট ৯২৩টি ম্যাচ খেলে অজিরা জিতেছে ৫৫৮টিতে। ১৯৭৪ সাল থেকে একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৯৬২টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে ৪৯৯টিতে জিতেছে ভারত। একদিনের ক্রিকেটে দ্বিতীয় দল হিসেবে ৫০০ জয়ের সামনে দাঁড়িয়ে কোহলি অ্যান্ড কোম্পানি।

ভারতের প্রথম একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রায়াডু, এমএস ধোনি, কেদার যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জশপ্রীত বুমরাহ

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ : অ্যারোন ফিঞ্চ, উসমান খোয়াজা, মার্কোস স্টোইনিস, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, অ্যালেক্স ক্যারে, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, নাথান লিঁও, অ্যাডাম জাম্পা

আরও পড়ুন - IND vs AUS: নাগপুরে বিরাট রেকর্ডের সামনে কোহলিরা

.