অ্যাডিলেডে শতরান মার্শের, সিরিজে সমতা ফেরাতে ভারতের সামনে টার্গেট ২৯৯ রান
নিয়মিত ব্যবধানে উইকেট পরতে থাকলেও উইকেটের অন্য দিকে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান শন মার্শ। একদিনের কেরিয়ারে সাত নম্বর সেঞ্চুরিটি এদিন করলেন মার্শ।
নিজস্ব প্রতিবেদন : অ্যাডিলেডে শন মার্শের দুরন্ত শতরান। সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে অস্ট্রেলিয়া।একদিনের সিরিজে সমতা ফেরাতে ভারতের সামনে টার্গেট ২৯৯ রানের।
Shaun Marsh's 123-ball 131 and Glenn Maxwell's quickfire 48 help Australia post 298/9.
Will that be enough to go 2-0 in the series?#AUSvIND LIVE https://t.co/cU6nhMe2xE pic.twitter.com/xaxx9RSfsr
— ICC (@ICC) January 15, 2019
অ্যাডিলেডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। সিডনির প্রথম একাদশ অপরিবর্তিত রাখে অস্ট্রেলিয়া। অন্যদিকে খলিল আহমেদের পরিবর্তে এদিন একদিনের ক্রিকেটে অভিষেক হল মহম্মদ সিরাজের। শুরুটা অবশ্য এদিন ভাল হয়নি অস্ট্রেলিয়ার ৬ রানে অ্যারোন ফিঞ্চকে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার। ১৮ রানে মহম্মদ শামির বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ক্যারে। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন শন মার্শ এবং উসমান খোয়াজা। খোয়াজা ২১ রানে রান-আউট হন। ২০ রানে জাদেজার বলে ধোনির দুরন্ত স্টাম্পিংয়ের শিকার হল হ্যান্ডসকম্ব। স্টোইনিসও ২৯ রানে আউট হন শামির বলে। নিয়মিত ব্যবধানে উইকেট পরতে থাকলেও উইকেটের অন্য দিকে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান শন মার্শ। একদিনের কেরিয়ারে সাত নম্বর সেঞ্চুরিটি এদিন করলেন মার্শ। ১২৩ বলে ১৩১ রান করে আউট হন শন মার্শ। ১১টি চার ও ৩টি ছয়ে সাজানো মার্শের শতরানের ইনিংস।
Century for Marsh!
It's his seventh in ODIs, and it's helped Australia cross 200 with nine overs left.
Australia 214/5. #AUSvIND LIVE ⬇️https://t.co/cU6nhMe2xE pic.twitter.com/9uJiq7K1sc
— ICC (@ICC) January 15, 2019
সঙ্গে শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং। ৩৭ বলে ৪৮ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে চারটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। তিনটি উইকেট নেন মহম্মদ শামি। অ্যাডিলেডে আরও একবার ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা। সিরিজে সমতা ফেরাতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। না হলে অ্যাডিলেডেই সিরিজ পকেটে পুরে নেবে ফিঞ্চের দল।
আরও পড়ুন - বিরাটের মধ্যে সচিন-ধোনির প্রভাব, ক্যাপ্টেন কোহলির প্রশংসায় পঞ্চমুখ সাইমন টাফেল