ভারতীয় সময়ে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরের সম্পূর্ণ সূচি, দেখে নিন
বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার পাশাপাশি অনুশীলনও শুরু করে দিয়েছেন কোহলিরা।
নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই সিডনি পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার পাশাপাশি অনুশীলনও শুরু করে দিয়েছেন কোহলিরা।
Two days off the plane and #TeamIndia had their first outdoor session today. A bit of to get the body moving! #AUSIND pic.twitter.com/GQkvCU6m15
— BCCI (@BCCI) November 14, 2020
২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ, তিন ম্যাচের টি -টোয়েন্টি সিরিজ আর চার টেস্টের সিরিজ খেলবে ভারত।
একনজরে দেখে নিন ভারতীয় সময়ে সম্পূর্ণ সফর সূচি-
প্রথম একদিনের ম্যাচ- ২৭ নভেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) খেলা শুরু ভারতীয় সময় সকাল ৯:১০ মিনিটে
দ্বিতীয় একদিনের ম্যাচ- ২৯ নভেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) খেলা শুরু ভারতীয় সময় সকাল ৯:১০ মিনিটে
তৃতীয় একদিনের ম্যাচ- ১ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা) খেলা শুরু ভারতীয় সময় সকাল ৯:১০ মিনিটে
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ- ৪ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা) খেলা শুরু ভারতীয় সময় দুপুর ১:৪০ মিনিটে
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৬ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) খেলা শুরু ভারতীয় সময় দুপুর ১:৪০ মিনিটে
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৮ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) খেলা শুরু ভারতীয় সময় দুপুর ১:৪০ মিনিটে
ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ-
প্রথম টেস্ট : ১৭-২১ ডিসেম্বর (অ্যাডিলেড ওভাল, দিন-রাতের টেস্ট) খেলা শুরু ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিটে
দ্বিতীয় টেস্ট : ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) খেলা শুরু ভারতীয় সময় ভোর ৫:০০ টায়
তৃতীয় টেস্ট: ৭-১১ জানুয়ারি, ২০২১ (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) খেলা শুরু ভারতীয় সময় ভোর ৫:০০ টায়
চতুর্থ টেস্ট: ১৫-১৯ জানুয়ারি, ২০২১ (গাব্বা, ব্রিসবেন) খেলা শুরু ভারতীয় সময় ভোর ৫:৩০ মিনিটে
প্রস্তুতি ম্যাচের সূচি-
প্রথম প্রস্তুতি ম্যাচ: অস্ট্রেলিয়া A বনাম ইন্ডিয়া A- ৬ ডিসেম্বর (সিডনি) খেলা শুরু ভারতীয় সময় ভোর ৫:০০ টায়
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ: অস্ট্রেলিয়া A বনাম ইন্ডিয়া - ১১ ডিসেম্বর (সিডনি) খেলা শুরু ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিটে
আরও পড়ুন - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড়সড় বদলের কথা ভাবছে ICC!