হেমন্তের এলোমেলো হাওয়ায় আজ মনখারাপের দিন সচিনের!

আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক তিনি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 16, 2020, 05:24 PM IST
হেমন্তের এলোমেলো হাওয়ায় আজ মনখারাপের দিন সচিনের!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: হেমন্তের হিমেল হাওয়া নয়! বরং বলা ভাল হেমন্তের এলোমেলো হাওয়ায় আজ হয়তো মন খারাপের দিন সচিন তেন্ডুলকরের। ১৬ নভেম্বর আজকের দিনেই, ২০১৩ সালে বাইশ গজে ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে গুডবাই জানিয়েছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। কানায় কানায় ভরা ওয়াংখেড়ে স্টেডিয়ামকে চোখের জলে বিদায় জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ড্যামি গড। সেদিন সচিন একা কাঁদেননি, কেঁদেছিল আসমুদ্র হিমাচল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ তম টেস্ট খেলার সঙ্গে সঙ্গেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মাস্টার ব্লাস্টার।

১৫ নভেম্বর ১৯৮৯ সাল, পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের। তারপর থেকে ২২ গজে কাটিয়ে দেন চব্বিশটা বছর। ২০০টি টেস্টে করেছেন ১৫,২৯১ রান। ৫১ টি সেঞ্চুরি আর ৬৮টি  হাফ সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে করেছেন ১৮,৪২৬ রান। রয়েছে ৪৯টি সেঞ্চুরি আর ৯৬টি হাফ সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক তিনি।

 

তবে অবসর ভেঙে সাত বছর পর ব্যাট হাতে মাঠে নেমেছিলেন এবার কিংবদন্তি সচিন তেন্ডুলকর। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য চ্যারিটি ম্যাচ এলিস পেরির বিরুদ্ধে ব্যাট হাতে ২২গজে এবার মাঠে নামেন মাস্টার ব্লাস্টার। অবসর ভেঙে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই বাউন্ডারি মেরে ছিলেন কিংবদন্তি সচিন। বিশ্ব ক্রিকেটে তাঁর অবদানের কথা মনে রেখে আইসিসি-ও স্মরণ করেছে সচিনের বিদায় বেলা।

 

 

আরও পড়ুন - করোনার ধাক্কায় করুণ অবস্থা! ব্যাট-বল ছেড়ে ডেলিভারি বয়ের কাজে ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেটার

.