Team India, Shoaib Akhtar: পাক হারের হতাশা, রোহিত-বিরাটের ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস', দেখুন ভিডিয়ো

নিজের ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করে জন্য মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে বসেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার। জিম্বাবোয়ের কাছে হারের পর পাকিস্তান দলের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়েন শোয়েব। 

Updated By: Oct 28, 2022, 04:56 PM IST
Team India, Shoaib Akhtar: পাক হারের হতাশা, রোহিত-বিরাটের ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস', দেখুন ভিডিয়ো
তাঁর দেশ হারতেই টিম ইন্ডিয়ার খারাপ চাইলেন শোয়েব আখতার। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাতায়-কলমে দুর্বল জিম্বাবোয়ের (Zimbabwe)বিরুদ্ধে মাত্র ১ রানে হারের হতাশা। পাকিস্তান (Pakistan) নিজেদের কাজ কঠিন করে তোলার জন্য এবার টিম ইন্ডিয়ার (Team India) উপর অহেতুক ক্ষোভ প্রকাশ করলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। আর সেইজন্য সোশ্যাল মিডিয়াতে মারাত্মক ট্রোলড হচ্ছেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' (Rawalpindi Express)। 

নিজের ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করে জন্য মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে বসেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার। জিম্বাবোয়ের কাছে হারের পর পাকিস্তান দলের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়েন শোয়েব। ম্যাচের পরই এক ভিডিয়োয় তিনি বলেন, 'পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। খাতায়-কলমে সুযোগ থাকলেও এটাই সত্যি। খুব হতাশ লাগছে। কষ্ট হচ্ছে। পাকিস্তান যে এভাবে হারবে সেটা ভাবতে পারিনি। এখন পাকিস্তানকে বাকিদের উপর নির্ভর করতে হবে। এ হারবে, ও জিতবে। তবেই সেমিফাইনালে যাব। সেটা হয় না। নিজের ক্ষমতায় যেতে হবে। তার জন্য ভাল খেলতে হবে।' একইসঙ্গে অধিনায়ক বাবর আজমকে তুলোধনা করেছেন প্রাক্তন পেসার। আখতার যোগ করেছেন, 'বাবর জঘন্য অধিনায়ক। ওর কোনও পরিকল্পনা নেই। ভারতের বিরুদ্ধেও ওর জন্য হেরেছিলাম।' 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

আরও পড়ুন: IND vs PAK, ICC T20 World Cup 2022: কাপ যুদ্ধের মধ্যে অবসর নিতে চেয়েছিলেন! অশ্বিনের মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন: ISL 2022-23, ATKMB vs EBFC: ফিরে দেখা শেষ চার ডার্বির বিশেষ মুহূর্ত

এরপরেই হঠাৎ টিম ইন্ডিয়ার উপর ক্ষোভ প্রকাশ করলেন শোয়েব। তিনি ফের বলেন, 'আগেও বলেছিলাম এই সপ্তাহে পাকিস্তান এবং পরের সপ্তাহে ভারত বাড়ি ফিরে আসবে। ভারত সেমিফাইনালে হারবে। ওদের উচিত দেশে ফেরার কনফার্ম টিকিট আগে থেকে কেটে রাখা। আমার কথা মিলে যাবে দেখে নেবেন। ভারত কোনও তিস মার খান নয়! একটু কঠিন দল এলেই ওদের হাওয়া বেরিয়ে যাবে। শুধু কয়েকটা দিনের অপেক্ষা।' 

শোয়েব এমন আলটপকা মন্তব্যের জন্য ট্রোলড হচ্ছেন। কেউ তাঁকে হিংসুটে বলছেন। আবার অনেকে বলছেন তিনি নীচু মনের মানুষ। কেউ বলছেন নিজের দেশ নিয়ে ভাবুন, ভারত নিয়ে আপনাকে জ্ঞান দিতে হবে না। কেউ লিখেছেন আর কত টাকা রোজগার করবেন ইউ টিউব থেকে? 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)       

.