উমেশের সৌজন্যে গাব্বার দ্বিতীয় দিনেও এগিয়ে ভারত

Updated By: Dec 18, 2014, 04:10 PM IST
উমেশের সৌজন্যে গাব্বার দ্বিতীয় দিনেও এগিয়ে ভারত

 

ভারত-৪০৮, অস্ট্রেলিয়া-২২১/৪
অস্ট্রেলিয়া ১৮৭ রানে পিছিয়ে হাতে ৬ উইকেট

ওয়েব ডেস্ক: গাব্বা টেস্টের দ্বিতীয় দিনেও আধিপত্য বজায় রাখল ভারত। দিনের প্রথম সেশনের মধ্যে ৪০৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর বোলারদের কৃতিত্বে ম্যাচের রাশ এখনও ভারতের হাতেই রয়েছে। আগামিকাল ম্যাচের তৃতীয় দিনের শুরুতে বেশ কয়েকটা উইকেট তুলে নিতে পারলেই দারুণ একটা সুযোগ এসে যাবে ভারতের কাছে। যদি ৬৫ রানে অপরাজিত অসি অধিনায়ক স্টিভ স্মিথ চিন্তায় রাখছে ধোনিদের।

হাব্বার দ্বিতীয় দিনের নায়ক দুই দলের দুই নবাগত পেসার। অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিয়ে নজর কাড়লেন অসি পেসার জোশ হ্যাজলউড। আর দিনের সেরা তিনটে উইকেট তুলে নিয়ে ভারতের নায়ক উমেশ যাদব (৩/৪৮)। খারাপ আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়ে যায়। অন্য উইকেটটি নিয়েছেন আর অশ্বিন।  গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। স্কোরবোর্ডে দশরান যোগ হওয়ার পরই প্যাভিলিয়নে ফিরে যান রাহানে। তিনি করেন ৮১ রান। প্রথমবার ব্রিসবেনে টেস্টে খেলতে নেমে ধোনি করলেন ৩৩ রান। অশ্বিন করলেন ৩৫ রান। তবে শেষের দিকের ব্যাটস্যানরা একদমই অবদান করতে না পারায় প্রত্যাশিত স্কোর করতে পারেনি ভারত।

.