টেস্টে ধোনিরা দুই নম্বরে উঠে এলেন
আইসিসি ক্রিকেট ক্রিকেট র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে গেল ভারত। অ্যাসেজ সিরিজ শুরুর ঠিক আগে ইংল্যান্ডকে টপকে র্যাঙ্কিং তালিকায় দু নম্বরে উঠে এল মহেন্দ্র সিং ধোনির দল। র্যাঙ্কিং ধোনিদের উন্নতির কারণ টেস্টে সাম্প্রিতকালে কুকদের খারাপ পারফরম্যান্স।
আইসিসি ক্রিকেট ক্রিকেট র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে গেল ভারত। অ্যাসেজ সিরিজ শুরুর ঠিক আগে ইংল্যান্ডকে টপকে র্যাঙ্কিং তালিকায় দু নম্বরে উঠে এল মহেন্দ্র সিং ধোনির দল। র্যাঙ্কিং ধোনিদের উন্নতির কারণ টেস্টে সাম্প্রিতকালে কুকদের খারাপ পারফরম্যান্স।
অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ ফলাফল বা তার থেকে ভাল কিছু করতে পারলে অবশ্য ভারতকে পিছনে ফেলে দুই নম্বরে উঠে আসতে পারবে ইংল্যান্ড। তবে অ্যাসেজ সিরিজ জিততে না পারলে অস্ট্রেলিয়া উঠে আসবে তিনে, আর ইংল্যান্ড নেমে যাবে চারে। র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখল দক্ষিণ আফ্রিকা।
সদ্য প্রকাশিত টেস্ট র্যাঙ্কিং
১) দক্ষিণ আফ্রিকা (রেটিং ১৩৫, পয়েন্ট-৩২৪০), ২) ভারত (রেটিং ১১৬, পয়েন্ট- ৩৪৭৩), ৩) ইংল্যান্ড (রেটিং ১১২, পয়েন্ট- ৩৫৭৭)
৪) অস্ট্রেলিয়া (রেটিং ১০৫, পয়েন্ট- ২৮৪৬ ), ৫) পাকিস্তান (রেটিং ১০২, পয়েন্ট- ১৯৪৩, ৬) ওয়েস্ট ইন্ডিজ (রেটিং ৯৯, পয়েন্ট- ২১৬৮)
৭) শ্রীলঙ্কা (রেটিং ৮৮, পয়েন্ট- ২২৯৫), ৮) নিউজিল্যান্ড (রেটিং ৭৯, পয়েন্ট- ২১২৬), ৯) বাংলাদেশ (রেটিং ১০, পয়েন্ট- ১৩৫)