ওয়ানডেতে ফের সিংহাসন উদ্ধার বিশ্বচ্যাম্পিয়ন ভারতের
একেই হয়তো বলা যায় কলকাতা বৃষ্টি হলে, ক্যালিফোর্নিয়ায় কাদা জমা। হারেরর হার ৩১ বছর জিম্বাবোয়ের কাছে অস্ট্রেলিয়ার হারের পর ওয়ানডে ক্রিকেট আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ে আবার এককভাবে শীর্ষস্থানে উঠে এল ভারত।
ওয়েব ডেস্ক: একেই হয়তো বলা যায় কলকাতা বৃষ্টি হলে, ক্যালিফোর্নিয়ায় কাদা জমা। হারেরর হার ৩১ বছর জিম্বাবোয়ের কাছে অস্ট্রেলিয়ার হারের পর ওয়ানডে ক্রিকেট আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ে আবার এককভাবে শীর্ষস্থানে উঠে এল ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে তৃতীয় ওয়ানডে ম্যাচে জয়ের পরে র্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থানে থাকা অস্ট্রেলিয়াকে ধরে ফেলেছিলেন ধোনিরা। দু দলেরই পয়েন্ট ছিল ১১৪। কিন্তু জিম্বাবোয়ের কাছে হারারের হারের পর অস্ট্রেলিয়া তিনটে রেটিং পয়েন্ট হারায়। অর্থাত্, শুধু একটা হারের জন্যই এক নম্বর থেকে ধপাস করে নেমে চারে নেমে গেল অস্ট্রেলিয়া। দুই ও তিন নম্বরে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (১১৩) ও শ্রীলঙ্কা (১১৩)।
শীর্ষ স্থান ধরে রাখতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এখন বাকি দুটো ম্যাচ জিততে হবে ধোনিদের। সঙ্গে আরও একটা শর্ত বজায় থাকতে হবে। সেটা হল, জিম্বাবোয়েতে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো ম্যাচেই জিততে হবে অস্ট্রেলিয়াকে। তা না হলে দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থানে চলে যাবে।
একেই বলে জীবন। ক দিন আগে ধোনিদের যে ক্রিকেট নিয়ে বিস্তর ঠাট্টা হয়েছিল, সেই খেলারই একটা ফর্ম্যাটে ভারত শীর্ষস্থানে উঠে এল।
-------------------
এক নজরে আইসিসি ওয়ানডে টিম Ranking
১) ভারত (১১৪ পয়েন্ট), ২) দক্ষিণ আফ্রিকা (১১৩ পয়েন্ট), ৩) শ্রীলঙ্কা (১১১ পয়েন্ট),৪) অস্ট্রেলিয়া (১১১ পয়েন্ট)
৫) ইংল্যান্ড,৬) পাকিস্তান,৭) নিউজিল্যান্ড,৮)ওয়েস্ট ইন্ডিজ
৯) বাংলাদেশ,১০)জিম্বাবোয়ে (৫৮),১১)আফগানিস্তান, ১২) আয়ারল্যান্ড