ইডেনে জাতীয় সঙ্গীত গাইলেন অমিতাভ বচ্চন, সঙ্গে ছিলেন সচিন, মমতা

বৃষ্টির জন্য ম্যাচ ২০ ওভারের বদলে হচ্ছে ১৮ ওভারের। টস জিতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করল পাকিস্তান। এদিন ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন অমিতাভ বচ্চন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Mar 19, 2016, 10:14 PM IST
ইডেনে জাতীয় সঙ্গীত গাইলেন অমিতাভ বচ্চন, সঙ্গে ছিলেন সচিন, মমতা

ওয়েব ডেস্ক: বৃষ্টির জন্য ম্যাচ ২০ ওভারের বদলে হচ্ছে ১৮ ওভারের। টস জিতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করল পাকিস্তান। এদিন ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন অমিতাভ বচ্চন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৮ ওভারের শেষে পাকিস্তান তুলল ৫ উইকেটে ১১৮। মারাত্মক ঘুর্ণি পিচ। পাকিস্তানের হয়ে রান করলেন শার্জিল খান ১৭। আহমেদ শেহজাদ ২৫। আফ্রিদি ৮। উমর আকমল ২২। শোয়েব মালিক ২৬। ভারতের হয়ে একটি করে উইকেট পেলেন নেহরা, বুমরাহ, জাদেজা, রায়না এবং পাণ্ডিয়া।

 

.