ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, প্রথম দিন: কিউই ৩২৮/৬

প্রাথমিক বিপর্যয়ের ধাক্কা সামলে রস টেলরের সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মোটামুটি ভালো অবস্থায় নিউজিল্যান্ড। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ৩২৮। যদিও, খারাপ আবহাওয়ার কারণে এদিনের খেলা নির্ধারিত সময়ের কিছু আগেই বন্ধ হয়ে যায়।

Updated By: Aug 31, 2012, 08:33 PM IST

প্রাথমিক বিপর্যয়ের ধাক্কা সামলে রস টেলরের সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মোটামুটি ভালো অবস্থায় নিউজিল্যান্ড। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ৩২৮। যদিও, খারাপ আবহাওয়ার কারণে এদিনের খেলা নির্ধারিত সময়ের কিছু আগেই বন্ধ হয়ে যায়।
শুক্রবার সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টেলর। বেঙ্গালুরুর মেঘলা আকাশ আর চিন্নস্বামী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে বড়সর রানের সম্ভাবনা ছিল। কিন্তু প্রথম ওভারেই জাহির খানের বলে শূন্য রানে ফিরে যান নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাকালম। এরপর ক্রিজে আসেন কেন উইলিয়ামসন। মার্টিন গাপটিলের সঙ্গে জুটি বেঁধে তাঁরা রান করেন ৬৩। প্রজ্ঞান ওঝার বলে এলবিডব্লু হয়ে ফিরে যান উইলিয়ামসন।
তবে ব্যাক্তিগত ২৬ রানের মাথায় গাপটিলের ক্যাচ ফেলে দেন বিরাট কোহলি। গাপটিল তাঁর খাতায় আরও ২৭ রান যোগ করার পর গৌতম গম্ভীরের ক্যাচে প্যাভিলিয়ান ফিরে যান। এরপর ক্রিজে আসেন কিউই অধিনায়ক টেলর। শুরু থেকেই আজ আক্রমণাত্মক ছিলেন টেলর। হাফ সেঞ্চুরি করেন মাত্র ৪৬ বলে। ড্যানিয়েল ফ্লিচের সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ১০৭ রান যোগ করেন টেলর। তাঁর ১১৩ রানের ইনিংসে ১৬টি বাউন্ডারি আর ২টি ওভার বাউন্ডারি ছিল। ওঝার বলে প্যাভিলিয়ন ফিরে যাওয়ার সময় নিউজিল্যান্ডের অবস্থা মোটামুটি গতিতে ফিরে আসে। টেলরের আগেই ফ্লিন ৩৩ রানে প্যাভিলিয়নে ফিরে জান। দিনের শেষে ভ্যান ও ইয়াক ৬৩, আর ব্রেসয়েল ৩০ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন।
ভারতীয় দের মধ্যে সফল ওঝা ২৭ ওভারে ৯০ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছেন। অন্যদিকে জাহির খান আর অস্বিন একটি করে উইকেট পেয়েছেন।

.