ত্রিদেশীয় সিরিজে ভারতের হার

গাব্বায় অস্ট্রেলিয়ার কাছে ১১০ রানে হেরে গেল ধোনিবাহিনী। ভারত ১৭৮ রানে অল আউট হয়ে যায়।

Updated By: Feb 19, 2012, 05:50 PM IST

গাব্বায় অস্ট্রেলিয়ার কাছে ১১০ রানে হেরে গেল ধোনিবাহিনী। ভারত ১৭৮ রানে অল আউট হয়ে যায়।
এই হারের ফলে ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় স্থানে নেমে এল ভারতীয় দল। এদিন টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৮ রান তোলে। শুরুতে দুই ওপেনার ওয়েড এবং ওয়ার্নারের অনবদ্য ব্যাটিং অসিদের শক্ত ভীত গড়ে দেয়। ওয়েড ৪৫ এবং ওয়ার্নার ৪৩ করেন।
এরপর মিডল অর্ডারে মাইক হাসি ও ফরেস্টের ১০০ রানের জুটি অস্ট্রেলিয়াকে বড় রানের ইনিংস গড়তে সাহায্য করে। হাসি ৫৯ এবং ফরেস্ট ৫২ রান করেন। অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট খুইয়ে চাপে পড়ে যায ভারত। একমাত্র ধোনি ছাড়া ব্যাট হাতে কেউই তেমন দাপট দেখাতে পারেননি। ধোনি সর্বোচ্চ ৫৬ রান করেন। ম্যাচ শেষে ধোনি জানান শেষ ১০ ওভারে বোলারদের দিশাহীন বোলিং দলকে বিপদে ফেলে দেয়।

.