বিদেশের মাটিতে টেস্টে ৮টি শতরান বিরাটের, একটিতেও জেতেনি ভারত

গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হার। তৃতীয় দিন পর্যন্ত জয়ের হাতছানি ছিল ভারতের। চতুর্থ দিন সকাল থেকে তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। এই বিপর্যয়ের জন্য জন্য ব্যাটিং ও বোলিং বিভাগকেই দায়ী করলেন অধিনায়ক বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান বিরাটের। বিদেশের মাটিতে এই নিয়ে অষ্টমবার শতরান করেন কোহলি। অথচ একটি ম্যাচেও জয়ের  মুখ দেখল না ভারত।

Updated By: Aug 15, 2015, 11:41 PM IST
বিদেশের মাটিতে টেস্টে ৮টি শতরান বিরাটের, একটিতেও জেতেনি ভারত

ব্যুরো:গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হার। তৃতীয় দিন পর্যন্ত জয়ের হাতছানি ছিল ভারতের। চতুর্থ দিন সকাল থেকে তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। এই বিপর্যয়ের জন্য জন্য ব্যাটিং ও বোলিং বিভাগকেই দায়ী করলেন অধিনায়ক বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান বিরাটের। বিদেশের মাটিতে এই নিয়ে অষ্টমবার শতরান করেন কোহলি। অথচ একটি ম্যাচেও জয়ের  মুখ দেখল না ভারত।
               

গলে শ্রীলঙ্কার কাছে ভারতের অপ্রত্যাশিত হারে হতাশ সৌরভ গাঙ্গুলি। উল্টোদিকে হারের জায়গায় থেকেও শ্রীলঙ্কা ম্যাচ জেতায় খুশি মুথাইয়া মুরলিথরন। দুজনেই অবশ্য মানছেন চান্ডিমালের অসাধারণ ব্যাটিংই জিতিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথম ইনিংসে ভাল খেললেও দ্বিতীয় ইনিংসে ঋদ্ধিমানের ব্যাটিংয়ে খুশি নন সৌরভ। তার মতে ম্যাচ জেতাতে না পারলে কেউ দাম দেবে না।
                     
শুক্রবার চান্ডিমাল ও থিরিমান্নে আউট হওয়া সত্ত্বেও আম্পায়ারদের বদান্যতায় বেঁচে যান তারা। এরপর ডিআরএস নিয়ে বিসিসিআই-এর অবস্থান নিয়ে প্রশ্ন উঠে যায়। যদিও সৌরভ বোর্ডের পাশেই দাড়িয়েছেন।

.