নিজের পাড়ায় আবার ব্যাট হাতে নামবেন সচিন, দলে বীরু-যুবি
ভারতীয় দলের পুরো স্কোয়াড ঘোষণা হয়ে গেল সোমবার।
নিজস্ব প্রতিবেদন: মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ব্যাট হাতে যে বাইশ গজে আবার ফিরছেন তা আগেই জানিয়েছিলেন সচিন নিজেই। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টে ইন্ডিয়া লেজেন্ডস দলের হয়ে মাঠে নামবেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় দলের পুরো স্কোয়াড ঘোষণা হয়ে গেল সোমবার।
সচিন তেন্ডুলকর ছাড়া ইন্ডিয়া লেজেন্ডস দলে রয়েছেন বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং, ইরফান পাঠান, জাহির খান, মুনাফ প্যাটেল, অজিত আগারকর। দলে রয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এবং অন্যতম সেরা ফিল্ডার মহম্মদ কাইফ। দলে রয়েছেন প্রজ্ঞান ওঝা, সমীর দিঘে এবং সইরাজ বাহুতুলে।
Road Safety World Series:
Watching The Legends Play Again will be worth all the effort that all of us in various teams have put in to make it happen, along with Mr Ravi Gaikwad Ji, the inspiration behind the series.
Don’t miss your place when the action begins on March 7th 2020. pic.twitter.com/AYVAPxO1iF
— Vikas Varma (@VikasVarma66) February 18, 2020
৭মার্চ থেকে শুরু টুর্নামেন্ট। ইন্ডিয়া লেজেন্ডসদের পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশ নেবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া লেজেন্ডস। সচিনের পাশাপাশি জন্টি রোডস, ব্রায়ান লারা, ব্রেট লি, মুথাইয়া মুরলীথরনরা খেলবেন এই টুর্নামেন্টে। ২২ মার্চ ফাইনাল হবে ব্রেবোর্ন স্টেডিয়ামে।
আরও পড়ুন - লরিয়াস পুরস্কার মঞ্চে ম্যান্ডেলাকে স্মরণ করলেন সচিন