বিশ্বকাপের আগে 'সাম্প্রতিক লো ইনিংস' ভারতের, ১৫৩ রানে 'কফিনবন্দি' ভারত
বিশ্বকাপের আগে ভারতের আত্মবিশ্বাস একেবারে তলানিতে নেমেছে। ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারতের আজ ইংলিশ পরীক্ষা। টসে জিতে ব্যাট নেন অধিনায়ক ধোনি। প্রথম থেকে শুরু হয়ে যায় ভারতের 'ব্যাটিং ফ্লু'।
ওয়েব ডেস্ক: ১৫৩ রানে ভারত অল আউট। ইংলিশ পরীক্ষায় এটা যে পাস মার্ক নয় তা বলাবাহুল্য। যদিও ইংল্যান্ডের ইনিংস এখনও বাকি। কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার হল, এই ম্যাচের ব্যাটিং পারফরমেন্সে সিঁন্দুরে মেঘ দেখছেন বিসিসিআই বোর্ড কর্তারা।
১ | ২০ জানুয়ারি, ২০১৫ | বনাম | ইংল্যান্ড | ব্রিসবন | ১৫৩ রান | ম্যাচ চলছে |
২ | ১৭ জুন, ২০১৪ | বনাম | বাংলাদেশ | ঢাকা | ১০৫ রান | ৪৭ রানে ভারতের জয় |
৩ | ৮ ডিসেম্বর ২০১৩ | বনাম | দক্ষিণ আফ্রিকা | ডারবান | ১৪৬ রান | ১৩৪ রানে জয় দঃ আফ্রিকার |
৪ | ৫ ফেব্রুয়ারি ২০১২ | বনাম | অস্ট্রেলিয়া | মেলবোর্ন | ১৫১ রান | ৬৫ রানে অস্ট্রেলিয়ার জয় |
৫ | ১৩ জুন ২০১১ | বনাম | ওয়েস্ট ইন্ডিজ | নর্থ সাউন্ড | ১৪৬ | ১০৩ রানে জয় ওয়েস্ট ইন্ডিজের |
বিশ্বকাপের নতুন দল তৈরি হয়েছে সদ্য ফুল ফোটা কিছু তাজা গাছেদের নিয়ে। তাদের কাছ থেকে ফল পাওয়ার অভিজ্ঞতা তেমন কিছু নেই। একমাত্র অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বটবৃক্ষের মতো দাঁড়িয়ে। বিদেশের মাটিতে কতটা মানিয়ে নিতে পারবে তা নিয়ে আশঙ্কা ছিল। এখন তাই সত্যি প্রমাণিত হতে চলেছে।
বিশ্বকাপের আগে ভারতের আত্মবিশ্বাস একেবারে তলানিতে নেমেছে। ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারতের আজ ইংলিশ পরীক্ষা। টসে জিতে ব্যাট নেন অধিনায়ক ধোনি। প্রথম থেকে শুরু হয়ে যায় ভারতের 'ব্যাটিং ফ্লু'।
এক রানে প্রথম উইকেট। ৬৭ রানে পাঁচ উইকেট। ভারতের মেরুদন্ড একশো টপকানোর আগেই ভেঙ্গে যায়। স্টিভেন ফিন অনবদ্য বোলিং করেছেন। ৫ উইকেট নিয়েছেন তিনি।