"ঘরের মাঠে ভারত ভয়ঙ্কর", ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ প্রসঙ্গে মত মহারাজের

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

Updated By: Sep 17, 2019, 10:37 AM IST
"ঘরের মাঠে ভারত ভয়ঙ্কর", ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ প্রসঙ্গে মত মহারাজের

সুখেন্দু সরকার

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হয়ে গিয়েছে। রবিবার ধরমশালায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। বুধবার মোহালিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। ইতিমধ্যেই চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধেই অভিযান শুরু করবে প্রোটিয়ারা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপে ক্যারিবিয়ানদের দুই টেস্টের সিরিজে হারিয়ে ইতিমধ্যেই পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে টিম ইন্ডিয়া। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ফেভারিট কে?

আরও পড়ুন - ভারতীয় ক্রিকেটে ফের গড়াপেটার ছায়া! স্ক্যানারে তামিলনাডু প্রিমিয়ার লিগ

সোমবার রাতে TSK25K RUN অনুষ্ঠানে এসে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলে দিলেন, ঘরের মাঠে ভারত 'ভয়ঙ্কর'। তিনি বলেন, " ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে, ভারত ফেভারিট। দেশের মাটিতে ভারত ভয়ঙ্কর দল। ভারতকে হারানো খুবই কঠিন। কয়েক বছর ধরে তো সেটাই হয়ে আসছে। দক্ষিণ আফ্রিকার কাজটা মোটেও সহজ হবে না।"

.