2022 FIFA World Cup Qualifiers: কাতারের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ভারতের সামনে, অনিশ্চিত সুনীল ছেত্রী!
বিশ্বকাপের যোগ্যতা পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ গোলে হারিয়েছে কাতার।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারতীয় ফুটবল দল। দোহাতে প্রতিপক্ষ কাতার। ঘরের মাঠে ওমানের কাছে হারের পর এবার অ্যাওয়ে ম্যাচে আরও কঠিন চ্যালেঞ্জ স্টিমাচের দলের সামনে।
চাপ বাড়ছে ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের ওপর। ক্রোট বিশ্বকাপার কোচকে প্রমান করতে হবে তিনি ভারতীয় দলকে বদলে দিতে সফল। কিন্তু মুশকিল হল বাধার নাম যে কাতার। যারা আদতে এশিয়ান চ্যাম্পিয়ন। বিশ্বকাপের যোগ্যতা পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ গোলে হারিয়েছে কাতার। ফলে বলাই যায় দোহাতে ভারতীয় ডিফেন্সের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দলে জোড়়া পরিবর্তন করতে পারেন ভারতীয় কোচ। ডিফেন্সে আসতে পারেন প্রীতম কোটাল আর আনাস।
আরও পড়ুন - ভারত সফরে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তী ব্যাটিং কোচ অমল মুজুমদার!
এদিকে কাতার ম্যাচের আগে ধাক্কা ভারতীয় শিবিরে। অসুস্থতার কারণে, অনিশ্চিত সুনীল ছেত্রী। জ্বরে কাবু ভারত অধিনায়ক। রবিবার দলের অনুশীলনেও যোগ দেননি সুনীল। ওমানের বিরুদ্ধে দুরন্ত গোল করেছিলেন তারকা স্ট্রাইকার। তাই শক্তিশালী কাতারের বিরুদ্ধে সুনীলের না থাকা ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা হবে।