প্রস্তুতি ম্যাচে পরাজয় ভারতের
কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে ৫ উইকেটে হারল ভারত। সোমবার টসে জিতে ভারত প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলের পঁয়তাল্লিশ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান সেওয়াগ এবং গম্ভীর। কিন্তু রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে ভর কুড়ি ওভারে তিন উইকেটে একশো পঁচাশি রান তোলে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ৫৬ রানে আউট হলেও ৭৫ রানে অপরাজিত থেকে যান কোহলি ।
কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে ৫ উইকেটে হারল ভারত। সোমবার টসে জিতে ভারত প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলের পঁয়তাল্লিশ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান সেওয়াগ এবং গম্ভীর। কিন্তু রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে ভর কুড়ি ওভারে তিন উইকেটে একশো পঁচাশি রান তোলে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ৫৬ রানে আউট হলেও ৭৫ রানে অপরাজিত থেকে যান কোহলি ।
জবাবে ব্যাট করতে নেমে পাক দল নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। কিন্তু প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে কামরান আকমল ও সোয়েব মালিক রুখে দাঁড়ান ভারতীয় বোলিং-র বিরুদ্ধে। দুজনের অনবদ্য ব্যাটিং জয় এনে দেয় পাকিস্তানকে। ৯২ রানে অপরাজিত থাকেন কামরান আকমল। কামরান-সোয়েব জুটিতে ৯৫ রান করেন।