ICC World Cup 2019: ম্যাঞ্চেস্টারে মহারণ! কিউইদের হারিয়ে ফাইনালে টিকিট পেতে মরিয়া কোহলি অ্যান্ড কোং
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাট করবে যে দল, অ্যাডভান্টেজ তাদেরই।
নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবারের ম্যাঞ্চেস্টারে ২০১৯ বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি ভারত ও নিউ জিল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ফেভারিট হয়েই মাঠে নামছে টিম ইন্ডিয়া। চার বছর আগে এই সেমি ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বিরাটদের। এবার শেষ চারে কিউইদের টেক্কা দিতে পারলেই খেতাবের আরও কাছে পৌঁছে যাবে মেন ইন ব্লুজরা।
From 2008-2019
2 captains captaining their sides - Who would have thought? @imVkohli asks #TeamIndia pic.twitter.com/FGX8s1OOnH— BCCI (@BCCI) July 8, 2019
বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে শুধুমাত্র একটা ম্যাচে, ইংল্যান্ডের কাছে হেরেছে। শীর্ষে থেকে গ্রুপ লিগ শেষ করেছে বিরাটব্রিগেড। অন্যদিকে শেষ তিন ম্যাচে হেরে সেমি-ফাইনালে নামছে নিউ জিল্যান্ড। রান রেটে পাকিস্তানকে টপকে শেষ চারের টিকিট পেয়েছে কেন উইলিয়ামসনের দল। দুই দলেই রয়েছে একাধিক তারকা। একদিকে রোহিত-কোহলি-বুমরাহ-শামি। তো অন্যদিকে উইলিয়ামসন-টেলর-বোল্ট-ফার্গুসন। ক্যাপ্টেন কোহলিও মানছেন, যে সেমিফাইনালে যে সাহসী ক্রিকেট খেলবে, তারাই বাজিমাত্ করবে।
আরও পড়ুন - ICC World Cup 2019: ম্যাঞ্চেস্টারে মহারণ! বৃষ্টির ভ্রুকূটি ভারত-নিউ জিল্যান্ড সেমি-ফাইনালে
সেমি-ফাইনালে মাঠে নামার আগে ভারতকে ভরসা জোগাচ্ছে টপ অর্ডারের ফর্ম। রোহিত-কোহলি আর রাহুলের মিলিত রান ১৩৪৭। অন্যদিকে নিউ জিল্যান্ডের পেসাররা নিয়েছেন ৪২টা উইকেট। ম্যাঞ্চেস্টারের মেঘলা আবহাওয়ায় বোল্ট-ফার্গুসনদের সামলানোটাই এখন বড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার টপ অর্ডারের। কারণ, মিডল অর্ডার নিয়ে বিশ্বকাপে নানা সমালোচনা চলছেই। ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে।
.@ImRo45 is the best ODI batsman at the moment - @imVkohli #TeamIndia #CWC19 #INDvNZ pic.twitter.com/VhoZSzSrjL
— BCCI (@BCCI) July 8, 2019
রোহিতের স্বপ্নের ফর্মের মতোই, নিউ জিল্যান্ডকে টানছেন অদিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপে কিউইদের মোট রানের ২৯ শতাংশই এসেছে তাঁর ব্যাট থেকে। দ্রুত উইলিয়ামসনের উইকেট তুলে নিয়ে চায় টিম ইন্ডিয়া। তবে একেবারেই ফর্মে নেই কিউই ওপেনাররা। ছন্দে নেই মিডল অর্ডারও। তাই ফর্মে থাকা বুমরাহ-সামিদের সামলানোই শেষ চারে কঠিন পরীক্ষা হতে চলেছে কিউইদের। ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাট করবে যে দল, অ্যাডভান্টেজ তাদেরই। তাই বিরাট কোহলি কিংবা কেন উইলিয়ামসন দুই অধিনায়কই চাইবেন টস জিতে প্রথমে ব্যাটিং করে নিতে।
আরও পড়ুন - ICC World Cup 2019: সেমি-ফাইনালে ২৭ রান করলেই সচিনকে টপকে নয়া রেকর্ডের হাতছানি হিটম্যানের সামনে