হকিতে পাক বধ করে কুলীনদের লড়াইয়ে ভারত

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছল ভারতীয় হকি দল। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির মুলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয় দল। টুর্নামেন্টের সব ম্যাচ জিতেই ফাইনালে পৌঁছেছে ভারত। ফাইনালের আগে দলের আক্রমণভাগ নিয়ে চিন্তিত নবস।

Updated By: Dec 25, 2012, 09:01 PM IST

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছল ভারতীয় হকি দল। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির মুলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয় দল। টুর্নামেন্টের সব ম্যাচ জিতেই ফাইনালে পৌঁছেছে ভারত। ফাইনালের আগে দলের আক্রমণভাগ নিয়ে চিন্তিত নবস।
পরপর দুবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার হাতছানি ভারতীয় হকি দলের সামনে। সোমবার পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছল গতবারের চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টে এই নিয়ে পরপর চারটি ম্যাচ জিতল ভারত। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে গোলের মুখ খোলেন রুপিন্দর পাল সিং।
তারপর ম্যাচের ৫১ মিনিটে ব্যবধান বাড়ান ভারতের তরুণ খেলোয়াড় চেঙ্গলাসেনা। গুরবিন্দর সিং চান্দির এক অসাধারণ পাসকে কাজে লাগিয়ে গোল করেন তিনি। তার কিছু পরে পেনাল্টি থেকে গোল করে পাকিস্তানের হয়ে ব্যবধান কমান মহম্মদ ওয়াকাস। ফাইনালে পৌঁছলেও ভারতের ফরওয়ার্ড লাইনের পারফরম্যান্স কপালে ভাঁজ ফেলেছে কোচ মাইকেল নবসের। বেশ কয়েকটি ফিল্ড গোল হাতছাড়া করার পাশাপাশি একটিও পেনাল্টি কর্নার গোলে পরিণত করতে পারেননি রঘুনাথরা।
 

.