হকিতে জাপানকে হারিয়ে পদক ভারতের মেয়েদের
ওয়েব ডেস্ক: ইঞ্চিওন এশিয়ান গেমসে মহিলাদের হকিতে ব্রোঞ্জ পদক জিতল ভারত। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ভারতের মহিলারা ২-১ গোলে হারাল জাপানকে। ভারতের হয়ে গোল দুটি করেন জসপ্রিত কউর, বন্দনা কায়ারিয়া।
সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ভারতীয় মহিলা দলের। গতবার গোয়াংঝু এশিয়ান গেমসে চতুর্থ স্থান পাওয়ায় খালি হাতে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। তবে ২০০৬ কাতার এশিয়ান গেমসে মহিলাদের হকিতে ব্রোঞ্জ জিতেছিল ভারত।
মহিলা হকিতে বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতীয় ১৩ তম স্থানে আছে ভারত। এশিয়ার দেশগুলির মধ্যে চিন, দক্ষিণ কোরিয়া, জাপানের পর চার নম্বর স্থানে ভারতীয় মহিলা দলে। তাই এশিয়াডে এই ব্রোঞ্জ জয়টা ভারতীয় মহিলা দলের ভাল পারফরম্যান্স হিসাবেই দেখা হচ্ছে। যদিও ১৯৮২ সালের পর সোনা জয়ের স্বপ্ন এবারও অধরাই থেকে গেল। চক দের গান বাজল বটে, তবে জমল না।