পাকিস্তানকে হারিয়ে সাউথ এশিয়ান গেমসে ভলিবলে সোনাজয় ভারতের
অন্যদিকে সাউথ এশিয়ান গেমসে মহিলাদের ভলিবলেও সোনা জিতে নেয় ভারত।
নিজস্ব প্রতিবেদন: সাউথ এশিয়ান গেমসে পাকবধ ভারতের। পিছিয়ে পরেও পাকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নিল ভারতীয় ভলিবল দল। নেপালের দশরথ স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ভলিবল ম্যাচ ঘিরে ছিল টান টান উত্তেজনা। প্রথম সেট ২০-২৫ ব্যবধানে হেরে যায় ভারত। প্রথম গেমে পিছিয়ে পরে দুরন্ত কামব্যাক ভারতীয় ভলিবল দলের। এর পরের তিনটি সেটই জিতে নেয় ভারত। খেলার ফল ২০-২৫, ২৫-১৫, ২৫-১৭, ২৯-১৭।
Volleyball-in our way to#TeamIndia Men's #Volleyball team defeat Pakistan in the Men's Finals event at the 13th #SouthAsianGames in Nepal to win Gold! #Kudos team pic.twitter.com/Vn56FdoDnT
— Team India (@WeAreTeamIndia) December 3, 2019
ম্যাচ জিতে ভারতীয় দলের হেড কোচ শ্রীধরন জানান, "ম্যাচটা খুবই কঠিন ছিল। আমরা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেট খুব সাধারণ মানের খেলেছিলাম। তারপর অবশ্য ছেলেরা দারুন কামব্যাক করেছে।এবার আমরা জানুয়ারিতে অলিম্পিক কোয়ালিফিকেশনে নামব। আমি আশা রাখি আমাদের দল অলিম্পিকে যোগ্যতা অর্জন করবে। "
Indian Women's #Volleyball team adds anotherto #TeamIndia's medal count at the 13th #SouthAsianGames in Nepal! India defeat home team Nepal in a close-fought Finals of the Women's event! #WellDone team pic.twitter.com/eviQ2Dq0QA
— Team India (@WeAreTeamIndia) December 3, 2019
অন্যদিকে সাউথ এশিয়ান গেমসে মহিলাদের ভলিবলেও সোনা জিতে নেয় ভারত। ফাইনালে আয়োজক নেপালকে পাঁচ সেটের লড়াইয়ে ২৫-১৭,২৩-২৫, ২১-২৫,২৫-২০, ১৫-৬ গেমে হারিয়ে সোনা জেতে ভারত।
আরও পড়ুন- গলি থেকে রাজপথে... মুম্বইয়ের রাস্তায় ফুচকা বিক্রি করা সেই ক্রিকেটার এবার বিশ্বকাপ দলে