রায়াডুর বোলিং অ্যাকশন সন্দেহজনক, জানাল আইসিসি

সেই আম্বাতি রায়াডুকে নিয়ে বিতর্ক বাড়ল। সিরিজের মাঝেই বিপাকে পড়ে গেলেন বিরাট কোহলিও।

Updated By: Jan 13, 2019, 03:02 PM IST
রায়াডুর বোলিং অ্যাকশন সন্দেহজনক, জানাল আইসিসি
সৌজন্যে- টুইটার (আইসিসি)

নিজস্ব প্রতিবেদন :  অ্যডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগে আরও একটা ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। সিডনিতে প্রথম একদিনের ম্যাচে হারের পর এমনিতেই সতর্ক টিম ইন্ডিয়া। সিডনিতে পার্টনারশিপ ভাঙতে আম্বাতি রায়ডুকে ব্যবহার করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সেই রায়াডুর বোলিং অ্যাকশন সন্দেহজনক। এক বিবৃতিতে জানাল আইসিসি।

আরও পড়ুন - পাণ্ডিয়া, রাহুলের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা, পরিবর্ত ক্রিকেটারদের নাম ঘোষণা বোর্ডের

অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজের শুরু থেকেই বিতর্ক যেন আঠার মতো সেঁটে রয়েছে ভারতীয় দলের সঙ্গে। হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল দেশে ফিরে এসেছেন। বিজয় শঙ্কর ও শুভমান গিল তাঁদের পরিবর্তে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। সেই সঙ্গে এমএস ধোনি কত নম্বরে ব্যাটিং করবেন সেটা নিয়ে নাকি রোহিত-বিরাটের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে চলে আসছে। রোহিত চান চার নম্বরে ব্যাটিং করুক এমএসডি। বিরাট চার রায়াডুই চার নম্বরের জন্য ফিট। সেই আম্বাতি রায়াডুকে নিয়ে বিতর্ক বাড়ল। সিরিজের মাঝেই বিপাকে পড়ে গেলেন বিরাট কোহলিও।

শনিবার সিডনিতে প্রথম একদিনের ম্যাচে পার্টনারশিপ ভাঙতে আম্বাতি রায়াডুকে ব্যবহার করেন অধিনায়ক বিরাট কোহলি। দি ওভার বল ও করেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হন রায়াডু। সিডনিতে রানের খাতা খুলতেই পারেননি তিনি। এবার আম্বাতির বোলিং করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ৩৩ বছর বয়সী অফ স্পিনারের বোলিং সন্দেহজনক বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে আইসিসি। আগামী ১৪ দিনের মধ্যে পরীক্ষায় বসতে হবে তাঁকে। সেখানে পাস করলে ফের বোলিং করতে পারবেন আম্বাতি রায়াডু।

.