IND vs SL: এক সঙ্গে ৫ ক্রিকেটারের অভিষেক! আটের দশকের পর ভারতীয় ক্রিকেটে ইতিহাস

দিন দ্বীপরাষ্ট্রের বুকে ভারতীয় ক্রিকেটে ফের একবার লেখা হলো ইতিহাস।

Updated By: Jul 23, 2021, 04:34 PM IST
IND vs SL: এক সঙ্গে ৫ ক্রিকেটারের অভিষেক! আটের দশকের পর ভারতীয় ক্রিকেটে ইতিহাস

নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই ২-০ জিতে নিয়েছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শিষ্যরা। শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শিখর ধাওয়ানের (Sikhar Dhawan) টিম শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই মাঠে নেমেছে। যেহেতু সিরিজ ভারতের দখলে, সেহেতু প্রত্যাশা মতোই দলে একাধিক পরিবর্তন আনলেন দ্রাবিড়।

এক বা দুই জন নয়, এক সঙ্গে ৫ ক্রিকেটার এদিন অভিষেক করলেন ভারতের হয়ে। তাঁরা হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson), নীতীশ রানা (Nitish Rana), কৃষ্ণাপ্পা গোথাম (Krishnappa Gowtham), রাহুল চাহার (Rahul Chahar) ও চেতন সাকারিয়া (Chetan Sakariya)। এদিন দ্বীপরাষ্ট্রের বুকে ভারতীয় ক্রিকেটে ফের একবার লেখা হলো ইতিহাস। আটের দশকের পর এই প্রথম এক সঙ্গে ওয়ানডে অভিষেক হলো পাঁচ ক্রিকেটারের।

আরও পড়ুন:বাংলার হয়ে প্রস্তুতি শুরু করে দিলেন মন্ত্রী Manoj Tiwary

শ্রীলঙ্কা সফরে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়েই দল বেছে নিয়েছিলেন নির্বাচকরা। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই তাঁরা দলে সুযোগ পেয়েছেন। ইতিহাস বলছে ১৯৮০ সালে ভারত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দীলিপ দোশি (Dilip Doshi), কীর্তি আজাদ (Kirti Azad), রজার বিনি (Roger Binny), সন্দীপ পাটিল (Sandeep Patil) ও তিরুমালাই শ্রীনিবাসনের (Tirumalai Srinivasan) হাতে ওয়ানডে ক্যাপ তুলে দেওয়া হয়েছিল।

এরপর পাঁচ ক্রিকেটারের এক সঙ্গে অভিষেকের রেকর্ড রয়েছে ২০ ওভারের ফর্ম্যাটে। ২০১৫ সালে ভারত গিয়েছিল জিম্বাবোয়ে সফরে। হারারেতে সেবার অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) ক্যাপ্টেন হিসেবে টি-২০ অভিষেক হয়েছিল। এর সঙ্গেই প্রথমবারের দেশের হয়ে টোয়েন্টি-টোয়েন্টি খেলার সৌভাগ্য হয়েছিল স্টুয়ার্ট বিনি (Stuart Binny), মণীশ পাণ্ডে (Manish Pandey), কেদার যাদব (Kedar Jadhav), অক্ষর প্যাটেল (Axar Patel) ও সন্দীপ শর্মার (Sandeep Sharma)।

এদিন ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ১৯.১ ওভারের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১২২ তুলেছে (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.