বাংলার হয়ে প্রস্তুতি শুরু করে দিলেন মন্ত্রী Manoj Tiwary
ড্রেস রিহার্সাল শুরু করে দিলেন মনোজ।
নিজস্ব প্রতিবেদন: বাংলার হয়ে ফের মাঠে নেমে পড়লেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। শুক্রবার ভোর ৬ টা ৩০ মিনিটে আগামী মরসুমের প্রথম প্র্যাকটিস সেশন শুরু হয় বাংলার। কোচ অরুণলালের তত্ত্বাবধানে টানা দু'ঘণ্টা প্রস্তুতি পর্ব চলেছে। বাংলার সিনিয়র ক্রিকেটার ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ এদিন ইন্ডোরে রিহ্যাব করেন। প্রস্তুতিতে খেলোয়ড়দের উজ্জীবিত করতে মাঠে হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
আরও পড়ুন: মন্ত্রী Manoj Tiwary ফের বাংলা দলে!
CAB President #AvishekDalmiya visits the team on the first day of practice for the new season and gives a pep talk. He also discusses a few points with the team think tank.#CAB pic.twitter.com/NhabHufpab
(@CabCricket) July 23, 2021
অনেকেই মনে করেছিলেন যে, প্রাক্তন বঙ্গজ অধিনায়ক মনোজ রাজনীতিতে আসার পর বাইশ গজকে হয়তো নীরবেই বিদায় জানিয়ে দিয়েছেন। কিন্তু সকলকে চমকে দিয়েছেন মন্ত্রী মনোজ!বাংলার মহাতারকা বুঝিয়ে দিলেন যে. ক্রিকেটই তাঁর প্রথম ভালবাসা। বাইশ গজ থেকে দূরে থাকতে পারবেন না তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুমতি নিয়েই মনোজ মন্ত্রীত্বের পাশাপাশি ক্রিকেটটাও সমান তালে চালিয়ে যাবেন। তারই ড্রেস রিহার্সাল শুরু করে দিলেন তিনি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)