IND vs AUS Cricket World Cup 2023 Final: ভারত না অস্ট্রেলিয়া, কে জিতবে 'নাগমণি'? জাজমেন্ট কার্ডে কার হাতে উঠল ট্রফি? ট্যারোট রিডিং বলছে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ বছর পার। বিশ বছর পর আবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল মঞ্চে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। আমেদাবাদ কি হবে বদলাপুর? সেই উত্তেজনাতেই ফুটছে দেশ। সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে ফ্যানদের ভিড়। বিশ্বকাপের মহারণ ঘিরে তুঙ্গে উদ্দীপনা। তুমুল উত্তেজনা। বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়েছে লেজার শো, বায়ুসেনার এয়ার শো-এর বিশেষ আয়োজন। সম্মান প্রদান করা হবে বিশ্বকাপজয়ী অধিনায়কদের।

২০ বছর আগে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া সৌরভের টিম ইন্ডিয়াকে হারিয়ে ট্রফি জিতলে হৃদয় ভেঙেছিল দেশবাসীর। এবার ২০ বছর বাদে আমেদাবদে অসি হলুদ জার্সির মুখোমুখি মেন ইন ব্লু-রা। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আর সেখানেই কি জ্বলে উঠবে প্রতিশোধের আগুন? অস্ট্রেলিয়া দল এর আগে বিশ্বকাপ জিতেছে ৫ বার। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে। আর ভারত বিশ্বকাপ জিতেছে ২ বার। ১৯৮৩ ও ২০১১-তে। এখন এবার বিশ্বকাপ কে জিতবে? কার হাতে উঠবে ফাইনালের ট্রফি?

যদিও কেবল সময়ই বলে দেবে কে বিজয়ী হবে, তবে এই নিয়ে ট্যারোট কার্ডের প্রেডিকশনও সামনে আসছে! আর বলাই বাহুল্য যে সেই প্রেডিকশন কিন্তু ভারতের পক্ষেই যাচ্ছে! রোজি জাসরোটিয়া নামে এক ট্যারোট কার্ড রিডার বলছেন, "ট্যারোট রিডিং অনুসারে, আজ ভারতের জন্য জাজমেন্ট কার্ড এসেছে। জাজমেন্ট কার্ড একটি ইতিবাচক কার্ড। অর্থাত্, ভারতের পক্ষে গিয়েছে জাজমেন্ট কার্ড। তবে, জাজমেন্ট কার্ড এটিও ভবিষ্যদ্বাণী করেছে যে ম্যাচটি ভারতের জন্য সহজ হবে না। অস্ট্রেলিয়া সমানে সমানে টক্কর দেবে। মানে ভারতের জন্য এই ম্যাচটি হবে সাপের মাথা থেকে 'নাগমণি' ছিনিয়ে নেওয়ার মতো। তবে এবার ভারতের জয়ের সম্ভাবনা বেশি। এবার ভারত 'নাগমণি' পাওয়া নিশ্চিত।"

আরও পড়ুন, ICC World Cup 2023 Final: 'বিশ সাল বাদ' আহমেদাবাদ কি এবার বদলাপুর! ভারত-অজি মহারণ নিয়ে ফুটছে দেশ

World Cup 2023 Final: ২০ বছর আগে ফাইনালে হারের বদলা! আমেদাবাদের পথে কী বললেন সৌরভ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
IND vs AUS Cricket World Cup 2023 Final Tarot Reader Predicts Winner Of Match
News Source: 
Home Title: 

ভারত না অস্ট্রেলিয়া, কে জিতবে 'নাগমণি'? জাজমেন্ট কার্ডে কার হাতে উঠল ট্রফি? ট্যারোট রিডিং বলছে...

IND vs AUS Cricket World Cup 2023 Final: ভারত না অস্ট্রেলিয়া, কে জিতবে 'নাগমণি'? জাজমেন্ট কার্ডে কার হাতে উঠল ট্রফি? ট্যারোট রিডিং বলছে...
Yes
Is Blog?: 
No
Section: