Seniors World Cup: পাকিস্তানে চল্লিশোর্ধদের নিয়ে বিশ্বকাপ! খেলবেন আখতার-আফ্রিদিরা
পাকিস্তান ছাড়াও খেলবে ভারত (India), অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), দক্ষিণ আফ্রিকা (South Africa), শ্রীলঙ্কা (Sri Lanka), কানাডা (Canada)।
নিজস্ব প্রতিবেদন: এবার চল্লিশোর্ধদের নিয়ে বিশ্বকাপের (Seniors Over 40 Cricket World Cup) আয়োজন করছে পাকিস্তান। চলতি বছর ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত করাচিতে হবে এই বিশেষ বিশ্বকাপ। এই খবর নিশ্চিত করেছে পাকিস্তান ভেটেরান্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (Pakistan Veterans Cricket Association, PVCA)। জানা যাচ্ছে ডজন দেশের প্রাক্তন চল্লিশোর্ধ ক্রিকেটাররা এই বিশ্বকাপে অংশ নেবেন।
পাকিস্তান ছাড়াও খেলবে ভারত (India), অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), দক্ষিণ আফ্রিকা (South Africa), শ্রীলঙ্কা (Sri Lanka), কানাডা (Canada), ইউএসএ (USA), জিম্বাবোয়ে (Zimbabwe) , ওয়েলস (Wales), নামিবিয়া (Namibia) ও সংযুক্ত আরব আমিরশাহি (UAE)।
জানা যাচ্ছে পাকিস্তানের প্রাক্তন মহারথীদের মধ্যে শাহিদ আফ্রিদি (Shahid Afridi), শোয়েব মালিক (Shoaib Malik), ইউনিস খান (Younis Khan), মহম্মদ হাফিজ (Muhammad Hafeez), শোয়েব আখতার (Shoaib Akhtar), মিসবা-উল-হক (Misbah-ul-Haq), ইমরান নজির (Imran Nazir), আব্দুল রজ্জাক (Abdul Razzaq) ও ইউনিস খানরা (Younis Khan) অংশ নেবেন। সিনিয়রদের বিশ্বকাপ খেলা হবে ৪৫ ওভারে। দিন-রাতের ম্যাচগুলি করাচির ছ'টি ভেন্য়ুতে।
আরও পড়ুন: IPL 2022: Covid-19 যুদ্ধ জিতে Delhi Capitals শিবিরে যোগ দিলেন Mitchell Marsh-Tim Seifert
আরও পড়ুন: Shane Warne-কে অভিনব শ্রদ্ধার্ঘ দিচ্ছে Rajasthan Royals! কী হবে ৩০ এপ্রিল?