Sunil Gavaskar: কিংবদন্তির বাতিলের খাতায় এই তারকা! বিকল্প বলে দিলেন গাভাসকর

ভুবনেশ্বর কুমারের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া অব্যাহত।

Updated By: Jan 31, 2022, 01:57 PM IST
Sunil Gavaskar: কিংবদন্তির বাতিলের খাতায় এই তারকা! বিকল্প বলে দিলেন গাভাসকর
সুনীল গাভাসকর

নিজস্ব প্রতিবেদন: আগামী দু'বছরে ভারতের সামনে একাধিক আইসিসি-র শো পিস ইভেন্ট। খুব স্বভাবতই টিম ম্যানেজমেন্ট কুড়ি ও পঞ্চাশ ওভারের ফরম্যাটের জন্য একটা 'কোর' টিম বেছে নিতে চাইবে। এই দলের গভীরতার সঙ্গে হয়তো আর কোনও ভাবেই মানানসই নন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ভুবনেশ্বরের সাম্প্রতিক পারফরম্যান্স প্রায় তলানিতে এসে ঠেকেছে। টিম ইন্ডিয়ার তারকা জোরে বোলারকে কার্যত বাতিলের খাতায় ফেলে দিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। ৩১ বছরের মীরাটের বোলারের বিকল্প বেছে নিলেন প্রাক্তন ব্যাটিং মায়েস্ত্রো। গাভাসকর বলছেন ভুবনেশ্বরের বদলে এবার দীপক চাহারের দিকে তাকাক টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: SC East Bengal: রক্ষণের শক্তি বাড়াতে আই-লিগ জয়ী এই ফুটবলারকে নিল লাল-হলুদ ব্রিগেড

গাভাসকর এক সাক্ষাৎকারে বলেন, "ভুবনেশ্বর কুমারের নামটা আমার মাথায় আসেছে। ওর আদৌ কোনও ভবিষ্যৎ আছে কিনা, তা নিয়ে আমি নিশ্চিত নই। ওর যে গতি বা নিখুঁত বোলিং ছিল শুরুর দিকে, তেমনটা আর নেই। ম্যাচের শুরুর দিকে ওর বল মুভ করত, উইকেট তুলে আনত। সেটা শেষের ওভারেও হতো। ও আবার বেসিকসে ফিরে যাক আরও কঠোর পরিশ্রম করুক। আমার মনে হয়, ভারত দীপক চাহারের দিকে তাকাক। তূলনামূলক ওর বয়েস কম। অনেকটাই ভুবনেশ্বরের মতো বল করে। বলের দু'টো প্রান্তে সুইং করাতে পারে। ব্যাট হাতেও বেশ ভাল। ভুবি ভারতীয় ক্রিকেটকে দারুণ সার্ভিস দিয়েছে। কিন্তু শেষ কয়েক বছরে ও টি-২০ ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজির হয়েও প্রচুর রান দিয়েছে। ইনিংসে শুরুতে এবং শেষে ওর অসাধারণ ইয়র্কার ও স্লোয়ার ডেলিভারি আর কার্যকর হচ্ছে না। প্রতিপক্ষ ওকে পড়ে নিচ্ছে বলেই এটা হচ্ছে। আমার মনে হয় সময় এসেছে ভুবির বদলে অন্য় কারোর দিকে তাকানোর।" আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ আসছে ভারত সফরে। তিন ম্যাচের ওয়ানডে ও সমসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল বেছে নিয়েছেন নির্বাচকরা। টি-২০ ফরম্যাটে ভুবনেশ্বরকে নিয়েই দল সাজিয়েছে ভারত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.