শিল্ড নিয়ে ডামাডোল তুঙ্গে

আইএফএ শিল্ড নিয়ে ডামাডোল চলছেই। শনিবার সকালে শিল্ডের গ্রুপ বিন্যাস নিয়ে প্রশ্ন তুলে আইএফএ-কে চিঠি দেয় মোহনবাগান। টুর্নামেন্ট শুরুর আগে একাধিকবার গ্রুপের দল পরিবর্তন করেছে রাজ্য ফুটবল সংস্থা। যা নিয়ে প্রশ্ন তোলেন সবুজ-মেরুন কর্তারা। সন্ধ্যেয় পুরো পরিস্থিতি জানিয়ে মোহনবাগানকে চিঠি পাঠান আইএফএ সচিব উত্‍পল গাঙ্গুলি। সেই চিঠিও সন্তুষ্ট করতে পারেনি মোহনবাগান কর্তাদের।

Updated By: Mar 2, 2013, 08:39 PM IST

আইএফএ শিল্ড নিয়ে ডামাডোল চলছেই। শনিবার সকালে শিল্ডের গ্রুপ বিন্যাস নিয়ে প্রশ্ন তুলে আইএফএ-কে চিঠি দেয় মোহনবাগান। টুর্নামেন্ট শুরুর আগে একাধিকবার গ্রুপের দল পরিবর্তন করেছে রাজ্য ফুটবল সংস্থা। যা নিয়ে প্রশ্ন তোলেন সবুজ-মেরুন কর্তারা। সন্ধ্যেয় পুরো পরিস্থিতি জানিয়ে মোহনবাগানকে চিঠি পাঠান আইএফএ সচিব উত্‍পল গাঙ্গুলি। সেই চিঠিও সন্তুষ্ট করতে পারেনি মোহনবাগান কর্তাদের।
তারা আবার পাল্টা চিঠি পাঠায় আইএফএ-কে। সবুজ-মেরুন কর্তাদের দাবি শিল্ডের দুটো বিদেশি দল কোন গ্রুপে  খেলবে তা যেন লটারি করে ঠিক করা হয়। এদিকে শিল্ড শুরুর আগের দিনও দ্বিতীয় বিদেশি দলের নাম চূড়ান্ত করতে পারেনি আইএফএ। মুক্তিযোদ্ধার পরিবর্তে নেপালের কোনও দল সম্ভবত শিল্ডে খেলতে আসছে।

.