আইএফএ-র বিরুদ্ধে `যুদ্ধে` ছোট ক্লাবেরা

এবার আইএফএ-র বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করতে চলেছে কলকাতা লিগে খেলা ছোট ক্লাবগুলি। প্রতি বছর আইএফএ-র বদান্যতায় ঘরোয়া লিগ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। যার ফলে ছোট দলগুলির বাজেট সাধ্যের বাইরে চলে যায়। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে কলকাতার আইলিগের ক্লাবগুলি বাদে বাকি ষোলটি ক্লাবের পক্ষ থেকে প্রতিনিধিরা এদিন বৈঠকে বসেছিলেন ভবানীপুর ক্লাবতাঁবুতে।

Updated By: Nov 6, 2012, 08:18 PM IST

এবার আইএফএ-র বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করতে চলেছে কলকাতা লিগে খেলা ছোট ক্লাবগুলি।প্রতি বছর আইএফএ-র বদান্যতায় ঘরোয়া লিগ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। যার ফলে ছোট দলগুলির বাজেট সাধ্যের বাইরে চলে যায়। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে কলকাতার আইলিগের ক্লাবগুলি বাদে বাকি ষোলটি ক্লাবের পক্ষ থেকে প্রতিনিধিরা এদিন বৈঠকে বসেছিলেন ভবানীপুর ক্লাবতাঁবুতে।
ক্লাবগুলি এই মরসুমে  নির্দিষ্ট দিনের মধ্যে লিগ শেষ করার জন্য আবেদন জানাবে আইএফএর কাছে। সেই নিশ্চয়তা না পেলে লিগ বয়কটের পথেও হাঁটতে পারেন তাঁরা। প্রিমিয়ার লিগ খেলা ছোট ক্লাবগুলি এবার আইলিগের ক্লাবগুলির ঢঙে একটি সংগঠনও করতে চাইছে। প্রয়োজনে এই আন্দোলনে কলকাতার তিনটি আইলিগের ক্লাবের সাহায্যও চাইবে ছোটক্লাবগুলি।

.