বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর কী বললেন মিতালি রাজ?

Updated By: Jul 24, 2017, 10:54 AM IST
বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর কী বললেন মিতালি রাজ?

ওয়েব ডেস্ক: তিনিই একমাত্র ক্রিকেট অধিনায়ক হিসেবে দু'-দুটো, একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। না, এমন রেকর্ড, কপিল দেব থেকে, সৌরভ গাঙ্গুলি অথবা মহেন্দ্র সিং ধোনি, কারও নেই। (ধোনি অবশ্য টি২০ এবং একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জিতেছেন ক্যাপ্টেন হিসেবে)। কিন্তু মিতালি রাজ দুবারই একদিনের ক্রিকেটের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন ভারতকে। এবারের মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মাত্র ৯ রানে ইংল্যান্ডের কাছে হারের পর স্বভাবতই হতাশ মিতালি রাজ।

আরও পড়ুন বিশ্বকাপ ফাইনালে মাত্র ৯ রানে হেরে গেল ভারতের মেয়েরা

ম্যাচ শেষে মিতালি বলেছেন, 'একটা সময় পর্যন্ত ম্যাচ ছিল ৫০-৫০। যেকোনও দলই ম্যাচটা জিততে পারত। কিন্তু ইংল্যান্ড চাপটা নিতে পারল। কিন্তু আমরা চাপ না নিতে পেরে, আতঙ্কেই হেরে গেলাম। তবু, এটা ইংল্যান্ড। এখানকার পরিবেশ, পরিস্থিতি অনেক কঠিন খেলার জন্য। সেখানেও যে আমরা ফাইনাল পর্যন্ত পৌঁছেছি, তারজন্য আমি আমার দলের মেয়েদের জন্য গর্বিত। হয়তো আরও কিছুদিন আমি ক্রিকেট খেলা চালিয়ে যাব। তবে, এরপরেও আমি বিশ্বকাপ খেলব, এমনটা মোটেই ভাবছি না।আর এবার থেকে নিশ্চয়ই আমাদের মেয়েদের ক্রিকেট দল নিয়েও মানুষের অনেক আগ্রহ বাড়বে।'

আরও পড়ুন  ভারত হারলেও ঝুলনের বোলিং পারফরম্যান্স মন জিতে নিল

.