ICC World Cup 2019: বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ মালিঙ্গা
প্রতি মুহূর্তে শেখার আগ্রহ রয়েছে জশপ্রীতের।
নিজস্ব প্রতিবেদন : আইপিএলে একই ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন জশপ্রীত বুমরাহ এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। মুম্বইয়ের ড্রেসিংরুম শেয়ার করেছেন দুই পেসার। সেই বুমরাহর প্রশংসা শোনা গেল মালিঙ্গার গলায়।
বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচে বুমরাহর ঝুলিতে ১৪টি উইকেট। বড় মঞ্চে বুমরাহর সাফল্যের রহস্য কী? কোনও রকম চাপ তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে না। প্রতি মুহূর্তে শেখার আগ্রহ রয়েছে জশপ্রীতের। মালিঙ্গা জানান," আমি ২০১৩ সাল থেকে ওকে(বুমরাহ) চিনি। ও শেখার জন্য উদগ্রীব হয়ে থাকে এবং ও খুব দ্রুত শিখে নেয়। শেখার এই আগ্রহটাই খুব গুরুত্বপূর্ণ। খুব অল্প সময়ের মধ্যেই বুমরাহ নিজের জাত চিনিয়ে দিয়েছে। অ্যাকুরেসি আর তার সঠিক ব্যবহারই ওকে এত ভয়ানক করে তুলেছে।"
আরও পড়ুন - ICC World Cup 2019: ধোনির আরও এক-দুই বছর ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত্, বললেন মালিঙ্গা
ডেথ ওভারে বুমরাহ ধারাবাহিকতা ঈর্ষনীয়। এই প্লাস পয়েন্টটাই ভারতীয় দলের সাফল্যের অন্যতম রহস্য। একই সঙ্গে শ্রীলঙ্কার পেসার মনে করেন এবার বিশ্বকাপ জয়ের দাবিদার ভারতই। চলতি বিশ্বকাপে বিরাট কোহলি এখনও সেঞ্চুরির মুখ না দেখলেও মালিঙ্গার আশা সেমি ফাইনালে কিংবা ফাইনালে কাঙ্খিত সেঞ্চুরি পেয়ে যাবেন কোহলি।