ICC World Cup 2019: স্বস্তি ভারতীয় শিবিরে! অনুশীলনে ফিরলেন ভুবি
এদিন নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পর রবিবার ছিল টিম ইন্ডিয়ার ট্রাভেল ডে। সোমবারও অবশ্য অনুশীলন করেনি ভারতীয় দল। দু'দিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া। একই সঙ্গে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। মঙ্গলবার ম্যাঞ্চেস্টারের নেটে বোলিং করলেন ভুবনেশ্বর কুমার।
Look who's back in the nets #TeamIndia #CWC19 pic.twitter.com/m8bqvHBwrn
— BCCI (@BCCI) June 25, 2019
বৃষ্টির জন্য মঙ্গলবার ইন্ডোরেই অনুশীলন করতে হল বিরাটদের। এদিন নেটে প্রায় আধ ঘণ্টা বোলিং করেন ভুবনেশ্বর কুমার। তাঁর বোলিংয়ের ওপরই নজর রাখছিলেন দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। প্রথমে ছোট রান আপ নিয়ে বল করেন ভুবি। তারপর বড় রান আপে বোলিং করেন তিনি।
Not the ideal conditions for training today ☹ pic.twitter.com/la1uheffS8
— BCCI (@BCCI) June 25, 2019
Indoors training be like #TeamIndia pic.twitter.com/JyBYqZUdXr
— BCCI (@BCCI) June 25, 2019
পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ২.৪ ওভার বল করে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠে ছাড়তে বাধ্য হন ভুবনেশ্বর কমার। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি খেলেননি। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভুবিকে খেলানো হবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। তবে মঙ্গলবার বোলিং করার সময় তিনি যে ব্যাথা অনুভব করেননি সেটা স্পষ্ট। এদিন নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন বিরাট কোহলি। অনেকক্ষণ নেটে ব্যাটিং করতে দেখা গেল অলরাউন্ডার বিজয় শঙ্কর এবং রবীন্দ্র জাদেজাকেও।
আরও পড়ুন - ICC World Cup 2019: বাকি চার ম্যাচে চার নম্বর জায়গা নিয়েই চিন্তা কোহলির সংসারে!