ভিডিয়ো: পাক-আফগান ম্যাচে আকাশে উড়ল 'স্লোগান', মাঠের বাইরে খণ্ডযুদ্ধ
হেডিংলে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান।
নিজস্ব প্রতিবেদন: মাঠে চলছে খেলা। আর বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পাকিস্তান-আফগানিস্তান সমর্থকরা। ব্যারিকেড ভাঙতেও দেখা গিয়েছে তাঁদের। হেডিংলে ক্রিকেট মাঠে বিশ্বকাপের ম্যাচের বাইরে এমন খণ্ডযুদ্ধ নজিরবিহীন।
হেডিংলে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান। ম্যাচ চলাকালীন মাঠের উপর দিয়ে উড়ে যায় একটি বিমান। আর ওই বিমানটির সঙ্গেই ভাসতে দেখা গিয়েছে 'Justice for Balochistan' স্লোগান।
ICC Source: Fight broke out b/w Pak&Afghan fans in Leeds because a plane was flown which had Balochistan slogans. Apparently it was an unauthorised plane that flew over the stadium&political messages were visible. Leeds air traffic will investigate. (Pic courtesy: WorldBalochOrg) pic.twitter.com/cu0CyZ0w0U
— ANI (@ANI) June 29, 2019
Justice for #Balochistan pic.twitter.com/YdcwpFvpSC
— Riya (@Red__Wine1) June 29, 2019
আর তাতেই ক্ষেপে ওঠেন পাক সমর্থকরা। শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি। ব্যারিকেড ভাঙতেও দেখা গিয়েছে। কীভাবে ম্যাচের মাচে এমন বিমান উড়ে গেল, তা খতিয়ে দেখছে লিডস এয়ার ট্রাফিক।
#WATCH: A scuffle breaks out between Pakistan and Afghanistan fans outside Headingley Cricket Ground in Leeds after an aircraft was flown in the area which had 'Justice for Balochistan' slogan. Leeds air traffic will investigate the matter. pic.twitter.com/mN8yymQOP5
— ANI (@ANI) June 29, 2019
এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তুলেছে ২২৭। আসগার আফগান ও নাজিবুল্লা জারদান দুজনের সংগ্রহ ৪২ রান। উদ্বোধনী ব্যাটসম্যান রহমত সাহ করেছেন ৩৫। এদিন একটাও উইকেট পাননি মহম্মদ আমির। শাহিন আফ্রিদি তুলে নিয়েছেন ৪ উইকেট।
আরও পড়ুন- বিতর্ক হলেও কমলা রঙের জার্সি মনে ধরেছে কিং কোহলির