ICC Women U19 T20 World Cup, INDW U19 vs ENG U19: অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ভুবনজয়ী শেফালির ভারত

সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখিয়েছিল ভারতের বোলাররা। এবারও সেই একই দাপট বজায় ছিল। ফলে ১৭.১ ওভারে ৬৮ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড।

Updated By: Jan 29, 2023, 07:41 PM IST
ICC Women U19 T20 World Cup, INDW U19 vs ENG U19: অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ভুবনজয়ী শেফালির ভারত
ইংল্যান্ডকে হারিয়ে ভুবনজয়ী শেফালির ভারত। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পচেস্ট্রুমের বাইশ গজে ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা (Indian Womens Under 19 Cricket Team) দল। এই প্রথমবার আয়োজন করা হল অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ ( ICC Women U19 T20 World Cup 2023)। আর প্রথমবারই বিশ্বজয়ী হল শেফালি ভার্মার (Shafali Verma) ভারতীয় দল। রবিবারের মেগা ফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ডকে (England Womens Under 19 Cricket Team) অনায়াসে সাত উইকেটে হারিয়ে দিল প্রমীলাবাহিনী। ব্যাটিং ও বোলিং, কোনও বিভাগেই ভারতের সঙ্গে পাল্লা দিতে পারেনি ইংল্যান্ড। আর তাই কাপ নিয়েই দেশে ফিরবে ঝুলন গোস্বামী (Jhulan Goswami), মিতালি রাজ (Mithali Raj), হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) পরবর্তী প্রজন্ম। 

অধিনায়ক শেফালি এবং গত ম্যাচে ৪৫ বলে ৬১ রান করা শ্বেতা শেরাওয়াত (Shweta Sehrawat) এদিন দ্রুত আউট হলেন। তাতে কি! তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন সৌম্যা তিওয়ারি (Soumya Tiwari) ও গোঙ্গাডি তৃষা (Gongadi Trisha)। ফলে ১৪ ওভারে ৩ উইকেটে ৬৯ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। সৌম্যা ৩৭ বলে ২৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতালেন। গোঙ্গাডি ২৯ বলে ২৪ রানে আউট হন। 

আরও পড়ুন: Novak Djokovic, Australian Open Final 2023: নাদালকে ছুঁয়ে ২৪টি গ্রান্ড স্ল্যামের মালিক জোকার, লড়েও ফের ফাইনালে হারলেন চিচিপাস

আরও পড়ুন: Sania Mirza and Shoaib Malik: দূরত্ব ভুলে সানিয়ার জন্য 'সারপ্রাইজ পার্টি' দিলেন শোয়েব, ভিডিয়ো ভাইরাল

সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখিয়েছিল ভারতের বোলাররা। এবারও সেই একই দাপট বজায় ছিল। ফলে ১৭.১ ওভারে ৬৮ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। বঙ্গ তনয়া তিতাস সাধু মাত্র ৬ রানে ২ উইকেট নিলেন। চুঁচুড়ার তিতাসকে পেস ও সুইংকে যোগ্য সঙ্গত দেন অফ স্পিনার অর্চনা দেবী। দুই বোলারের দাপটেই ব্রিটিশদের টপ অর্ডার ধসে যায়। অর্চনা নিলেন ১৭ রানে ২ উইকেট। ভালো বল করলেন পার্শ্ববী চোপড়াও। ১৩ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি। আউট করলেন রিয়ানা ম্যাকডোনাল্ড-গে (১৯) এবং চেরিস পাভেলিকে (২)।

ইংল্যান্ডের কেউই ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারলেন না। তাদের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাকডোনাল্ড-গে। ২৪ বলে ১৯ রানের ইনিংসটি তিনি সাজালেন তিনটি চারের সাহায্যে। প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। শুরুর চাপ তারা আর সামলাতে পারেনি। বরং ধারাবাহিক ভাবে সাজঘরে ফিরলেন ব্যাটাররা। উল্লেখযোগ্য কোনও জুটি তৈরি করতে পারলেন না ইংরেজরা। মাত্র শেষ ৫৩ রানেই ৮ উইকেট হারাল তারা। শেষ পর্যন্ত ইংল্যান্ড করল ৬৮ রান। সেই রান তুলে জয় পেতে একেবারেই অসুবিধা হয়নি। ফলে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ খেলতে নেমেই বিশ্বজয়ী হল ভারতীয় দল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.