বিশ্বকাপ জেতার পর দলকে পুরস্কৃত করল বিসিসিআই
চতুর্থবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত।
নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। দুরন্ত পারফরম্যান্সের পর শুভেচ্ছার বন্যায় ভাসছেন 'বয়েজ ইন ব্লু'। এমন সোনায় বাঁধানো পারফরম্যান্সের পর অনুর্ধ্ব ১৯ দলের জন্য পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। পুরস্কৃত করা হয়েছে হেড কোচকেও।
হেড কোচ রাহুল দ্রাবিড় পাচ্ছেন ৫০ লক্ষ টাকা। ৩০ লক্ষ টাকা করে পাচ্ছেন দলের ক্রিকেটাররা। সাপোর্ট স্টাফদের জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।
BCCI announces prize money for victorious India U19 team.
Mr Rahul Dravid, Head Coach India U19 – INR 50 lakhs
Members of India U19 team – INR 30 lakhs each
Members of the Support Staff, India U19 – INR 20 lakhs each
— BCCI (@BCCI) February 3, 2018
গোটা টুর্নামেন্টে একটাও ম্যাচ হারেনি পৃথ্বী শাহের বাহিনী। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে 'বয়েজ ইন ব্লু'।
আরও পড়ুন- ফাইনালে শতরান করে 'যুবরাজ' মনজ্যোত কালরা