ICC Test Rankings: দশে ঢুকলেন Jasprit Bumrah, ব়্যাঙ্কিংয়ে আরও পিছলেন Virat Kohli

আইসিসি ব়্যাঙ্কিংয়ে দাপট দেখাচ্ছেন বাবর আজম। 

Updated By: Jan 5, 2022, 03:30 PM IST
ICC Test Rankings: দশে ঢুকলেন Jasprit Bumrah, ব়্যাঙ্কিংয়ে আরও পিছলেন Virat Kohli
এগোলেন জসপ্রীত বুমরা। পিছলেন বিরাট কোহলি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ভারতীয় দলের দুই ক্রিকেটারের দুই রকম পারফরম্যান্স দেখা গেল। তিন ধাপ উপরে গিয়ে নয় নম্বরে চলে এলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তবে ব্যাটে ক্রমাগত রানের খরা চলার জন্য এ বার ব়্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। 

একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে কোহলিকে আগেই টপকে গিয়েছেন বাবর আজম। এ বার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়েও কোহলিকে পিছনে ফেলে দিলেন পাকিস্তানের অধিনায়ক। দলনায়ক। সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটারদের তালিকায় আরও দুই ধাপ পিছিয়ে গেলেন কোহলি। 

আরও পড়ুন: NZvsBAN: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম বার টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

আরও পড়ুন: Sex Scandle: অস্ট্রেলিয়ার ক্রিকেটে ফের একবার Tim Paine কান্ডের ছায়া

টেস্ট ব্যাটারদের তালিকায় কোহলি আপাতত নয় নম্বরে রয়েছেন। পারফরম্যান্সের উন্নতি না করতে পারলে তিনি প্রথম দশের বাইরেও ছিটকে যেতে পারেন। বাবর রয়েছেন ৮ নম্বরে। টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে বাবর রয়েছেন দ্বিতীয় স্থানে। কোহলি প্রথম দশের বাইরে ছিটকে গিয়েছেন। এ দিকে একদিনের ব়্যাঙ্কিংয়ে বাবর রয়েছেন শীর্ষে। কোহলি এখনও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। 

তবে ভারতের জন্য আরও একটা ভাল খবর হল পারফরম্যান্সে উন্নতি ঘটিয়ে টেস্ট ব়্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন কেএল রাহুল। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২৩ রান করার সুবাদে তিনি ১৮ ধাপ উঠে এসে ব্যাটারদের তালিকায় ৩১ নম্বরে অবস্থান করছেন। রোহিত শর্মা আগের মতোই পাঁচ নম্বরে রয়েছেন। শীর্ষ রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশান। দুই, তিন ও চার নম্বরে রয়েছেন যথাক্রমে জো রুট, কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ। ছয়ে ওয়ার্নার ও সাতে রয়েছেন করুণারত্নে। কোহলির ঠিক পিছনে দশ নম্বরে রয়েছেন ট্রেভিস হেড।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.