আইসিসির সেরা টেস্ট খেলিয়ে দেশের তালিকায় ইংল্যান্ডের চমক

Updated By: Aug 8, 2017, 04:38 PM IST
আইসিসির সেরা টেস্ট খেলিয়ে দেশের তালিকায় ইংল্যান্ডের চমক

ওয়েব ডেস্ক: ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানে হারিয়ে প্রোটিয়দের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে নিল ইংল্যান্ড। তবে, জো রুটের দলের প্রাপ্তি শুধুই টেস্ট জয় কিংবা টেস্ট সিরিজ নয়। বরং, আইসিসির সেরা টেস্ট খেলিয়ে দেশের তালিকায় অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে এল ইংল্যান্ড।এবার এক ঝলকে দেখে নিন, এই মুহূর্তে আইসিসির তালিকায় টেস্ট খেলিয়ে দেশগুলো কে কত নম্বরে রয়েছে। এবং দলগুলোর পয়েন্ট কত কত।

আরও পড়ুন অস্ট্রেলিয়ার থেকে ৫০ বছর পরে শুরু করেও, রেকর্ড ভাঙতে চলেছে ভারত

১) ভারত - ১২৩ পয়েন্ট
২) দক্ষিণ আফ্রিকা - ১১০ পয়েন্ট
৩) ইংল্যান্ড - ১০৫ পয়েন্ট
৪) অস্ট্রেলিয়া - ১০০ পয়েন্ট
৫) নিউজিল্যান্ড - ৯৭ পয়েন্ট
৬) পাকিস্তান - ৯৩ পয়েন্ট
৭) শ্রীলঙ্কা - ৯১ পয়েন্ট
৮) ওয়েস্ট ইন্ডিজ - ৭৫ পয়েন্ট
৯) বাংলাদেশ - ৬৯ পয়েন্ট
১০) জিম্বাবোয়ে - ০০ পয়েন্ট

আরও পড়ুন  মইন আলির দুরন্ত রেকর্ড, যা ক্রিকেট ইতিহাসে আর কারও নেই

.