PAK-AUS: অজিদের বিরুদ্ধে কি খেলছেন Rizwan-Malik? এল বড় আপডেট

সুপার ১২ পর্যায়ে অপ্রতিরোধ্য থেকেই পাকিস্তান সেমিতে উঠেছে। 

Updated By: Nov 11, 2021, 04:32 PM IST
PAK-AUS: অজিদের বিরুদ্ধে কি খেলছেন Rizwan-Malik? এল বড় আপডেট
মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক

নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল (ICC T20 World Cup)। হেভিওয়েট মহারণে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া (PAK-AUS)। ম্যাচের আগেই স্বস্তির খবর পাকিস্তানে। একদম ফিট আছেন ব্যাটার-উইকেটকিপার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও দলের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক (Shoaib Malik)। তাঁর খেলছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

ম্যাচের আগের দিন রিজওয়ান- মালিকের হাল্কা জ্বরের খবর পাক শিবিরে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। তাঁরা কেউ ট্রেনিংয়ও করেননি। কোভিড (Covid-19) আতঙ্ক ভয় ধরিয়েছিল টিমে। পাশাপাশি এরকম দুই ক্রিকেটারকে না পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু পিসিবি-র মেডিক্যাল টিম জানিয়ে দিয়েছে যে, রিজওয়ান-মালিকের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁরা খেলছেন সেমিতে।

আরও পড়ুন: T20 World Cup: কেন জয় উদযাপন করেননি Jimmy Neesham? জানালেন কারণ

চলতি টি-২০ বিশ্বকাপে রিজওয়ান-মালিক পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাবর আজমের পর ওপেনার রিজওয়ান পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান (২১৪) শিকারি। বাবরের সঙ্গে তাঁর ওপেনিং জুটি যেমন একদিকে সফল, তেমন উইকেটের পিছনেও দুরন্ত রিজওয়ান। অন্যদিকে মালিক পাকিস্তানের হয়ে ইনিংস শেষ করার ক্ষেত্রে আসিফ আলির সঙ্গে দারুণ কাজ করেছেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে মালিক এই টুর্নামেন্টে দ্রুততম টি-২০ অর্ধ-শতরান করেন। টি-২০ আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম পাকিস্তানি হয়ে এই নজির গড়েন মালিক।

সুপার ১২ পর্যায়ে অপ্রতিরোধ্য থেকেই পাকিস্তান সেমিতে উঠেছে। তারা ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারায়। ২০০৯ সালে পাকিস্তান কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ জয় করেছিল। এবার অনেকেই মনে করছেন যে, ফের ট্রফি উঠতে পারে বাবরদের টিমের হাতে। কেউ আবার এও মনে করছেন যে, অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রসদ রয়েছে টিমের মধ্যে। এখন দেখার রবিবাসরীয় ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কারা মাঠে নামে, পাকিস্তান নাকি অস্ট্রেলিয়া। আর কয়েক ঘণ্টার মধ্যেই সেই উত্তর চলে আসবে সকলের কাছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.