পিছিয়ে যাচ্ছে এবছরের টি-২০ বিশ্বকাপ, অক্টোবরে আইপিএল!

বিশ্বকাপ পিছিয়ে গেলে এবং ভারতে করোনা পরিস্থিতি উন্নতি হলে অক্টোবর মাসে হতে পারে আইপিএল।

Updated By: May 27, 2020, 03:03 PM IST
পিছিয়ে যাচ্ছে এবছরের টি-২০ বিশ্বকাপ, অক্টোবরে আইপিএল!

নিজস্ব প্রতিবেদন: মারণ করোনার জের। সম্ভবত পিছিয়ে যেতে চলেছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৃহস্পতিবার আইসিসি-র গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং। সেই বৈঠকেই মেগা টুর্নামেন্ট দু বছর পিছিয়ে যাওয়ার ব্যাপারে সিলমোহর পড়তে পারে।

টেলিকনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবারের আইসিসি-র বৈঠকে ভারতীয় বোর্ডের প্রতিনিধিত্ব করবেন  সভাপতি সৌরভ গাঙ্গুলি। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ২০২২ সালে। কেননা পরের বছর  অর্থাত্ ২০২১ সালের অক্টোবরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। যা সূচি মেনেই হওয়ার কথা। একই বছরে দুটো বিশ্বকাপ করার পক্ষে নয় সম্প্রচারকারী সংস্থা।

বিশ্বকাপ পিছিয়ে গেলে এবং ভারতে করোনা পরিস্থিতি উন্নতি হলে অক্টোবর মাসে হতে পারে আইপিএল। আইপিএলের জন্য অক্টোবরের উইন্ডো বরাদ্দ করতে পারে আইসিসি। সেক্ষেত্রে আইপিএলের হাত ধরেই করোনা পরবর্তী সময়ে ভারতে ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট। তবে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে গেলেও বছরের শেষে সূচি মেনে কোহলিদের অস্ট্রেলিয়ার সফর হওয়ার সম্ভাবনা প্রবল।

 

আরও পড়ুন - করোনাতে বদলে ফেলছেন পোশাক, কিন্তু দেশের সেবায় কর্তব্যে অবিচল ফুটবলার ইন্দুমতি

.