ICC ODI Rankings: প্রথম তিনেই বিরাজমান Virat-Rohit, পাঁচে এলেন Quinton de Kock

বিরাট কোহলি, রোহিত শর্মা ধরে রাখলেন নিজেদের জায়গা।

Updated By: Jan 26, 2022, 06:44 PM IST
ICC ODI Rankings: প্রথম তিনেই বিরাজমান Virat-Rohit, পাঁচে এলেন Quinton de Kock
জায়গা ধরে রাখলেন বিরাট কোহলি-রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে (ICC ODI Rankings) নিজের জায়গা ধরে রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। দুয়েই রইলেন বিশ্ববন্দিত ব্যাটার। অন্যদিকে হাতের হ্যামস্ট্রিং চোটের জন্য রামধনু দেশে যেতে পারেননি ভারতের সাদা বলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতও ব়্য়াঙ্কিংয়ে নিজের আসন ধরে রাখলেন। ব্য়াটারদের তালিকায় তিনি রইলেন তিনেই। 

কোহলি টি-২০ ক্যাপ্টেনসি ছাড়ার পরে তাঁর ওয়ানডে দলের অধিনায়কত্ব কেড়ে নেয়ে বিসিসিআই (BCCI)। সীমিত ওভারের ক্রিকেটে দায়িত্ব দেওয়া হয় রোহিতকে। সাত বছর পর দক্ষিণ আফ্রিকাতে তিনি একজন ব্যাটার হিসাবেই দলে ছিলেন। ম্য়ান্ডেলার দেশে কোহলি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জোড়া অর্ধ-শতরানের ইনিংস সহ তিন ম্যাচে ১১৬ রান করেন। ভারতের হয়ে তিন ম্যাচে সবচেয়ে বেশি রান করেছিলেন শিখর ধাওয়ান। তিন ম্যাচে বাঁ-হাতি মারকুটে ব্যাটারের হাত থেকে আসে ১৬৯ রান। ১৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

আরও পড়ুন: Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্বে ফিট রোহিত, বিশ্রামে জসপ্রীত বুমরা!

তালিকায় মগডালেই আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চারে আছেন রস টেলর। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি অক চার ধাপ উঠে পাঁচে চলে এসেছেন। ভারতের বিরুদ্ধে তিনি ওয়ানডে সিরিজে ম্যান অফ দ্য় সিরিজ হয়েছিলেন। ২০১৯ বিশ্বকাপের পর এই প্রথম এত ভাল ব়্য়াঙ্কিংয়ে এলেন ডি কক। দক্ষিণ আফ্রিকার ভ্য়ান ডার ডুসেন ওয়ানডে সিরিজে ২১৮ রান করার সুবাদে ১০ ধাপ উঠে কেরিয়ারের সেরা ক্রমতালিকায় এসেছেন। এখন তাঁর ব়্য়াঙ্কিং ১০।  বোলারদের তালিকায় সাতেই আছেন ভারতের জসপ্রীত বুমরা।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.