শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতির তদন্তে নামল আইসিসি

Updated By: Sep 24, 2017, 10:45 PM IST
 শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতির তদন্তে নামল আইসিসি

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতির তদন্তে নামল আইসিসি। বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুনা রণতুঙ্গার পর প্রাক্তন ক্রিকেটার বিক্রমাসিংঘে দেশীয় ক্রিকেটে দুর্নীতির অভিযোগ আনেন। ভারতের কাছে সিরিজের সব ম্যাচে হারের পর জিম্বাবোয়ের কাছেও শ্রীলঙ্কা একদিনের সিরিজ হারে। তারপরই ক্রিকেটারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিক্রমাসিংঘে। আর তার জেরেই শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি।

আরও পড়ুন দুই ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

ইতিমধ্যে আইসিসির অ্যান্টি-কোরাপসন টিম শ্রীলঙ্কা ঘুরেও এসেছে। আইসিসি জানিয়েছে শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে  চুক্তিবদ্ধ চল্লিশ জন ক্রিকেটারকেই ডাকা হয়েছে তদন্তের স্বার্থে। গোটা ঘটনায় অবশ্য হতাশ শ্রীলঙ্কার ক্রিকেটাররা। প্রতিবাদের ঝড় উঠেছে বিক্রমাসিংঘের বিরুদ্ধেও।

আরও পড়ুন  গোল পার্থক্যে লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, টানা আটবার লিগ জিতল লাল-হলুদ

.